For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টেস্ট দলে ঋদ্ধিমান সাহার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে

ভারতের টেস্ট দলে ঋদ্ধিমান সাহার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজে ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে-র পাশাপাশি ২টি টেস্ট ম্যাচও খেলবে ভারত। সেই টেস্ট দলে তরুণ ঋষভ পন্থের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকেও রেখেছেন ভারতের নির্বাচকরা। দলে থাকলেও বাংলার এই ক্রিকেটারের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ভারতের টেস্ট দলে ঋদ্ধিমান সাহার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে

কারণ প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ইতিমধ্যেই জানিয়েছেন, ক্রিকেটের সব ফর্ম্যাটেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে তরুণ ঋষভ পন্থকেই দেখা যাচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই ওয়েস্ট ইন্ডিজে যে ভারতীয় একাদশ টেস্ট সিরিজ খেলবে, তাতে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দে থাকবেন ঋষভ। তা সত্ত্বেও ঋদ্ধিমান সাহাকে ভারতের টেস্ট দলে অন্তর্ভূক্ত করার যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।

হর্ষ ভোগলে টুইট করে বলেছেন, এ ব্যাপারে তাঁর মনে কোনও সন্দেহ নেই যে ঋষভ পন্থের থেকে ভালো উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। কিন্তু যখন শুধু ঋষভকে নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা, তখন তিনি থাকতে টেস্ট দলে ঋদ্ধিমানের প্রয়োজনীয়তা আছে কিনা প্রশ্ন তুলেছেন হর্ষ ভোগলে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I hope the selectors make it clear who the no 1 keeper for the tests is. Saha is clearly the better keeper, was the incumbent when injured. But if Pant is the keeper they want to go with, there is little to be gained by having Saha hanging around.</p>— Harsha Bhogle (@bhogleharsha) <a href="https://twitter.com/bhogleharsha/status/1152870539024687106?ref_src=twsrc%5Etfw">July 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য ২০১৮ সালে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। তারপর চোটের কারণে তিনি দল থেকে ছিটকে যান। কিন্তু আইপিএল ও ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ফের নির্বাচকদের আকর্ষণ করেন বাংলার উইকেটরক্ষক।

English summary
Harsha Bhogle raises questions on need of Wriddhiman Saha into Indian Test side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X