For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে শক্তি নিয়ে মাঠে নামছে প্রোটিয়া, আমলা ইন, লুঙ্গি আউট

উনিশের বিশ্বকাপে শুরু থেকে টানা দুই ম্য়াচে হার। যার জেরে রানির দেশে ক্রিকেট কার্নিভ্য়ালে এখন বেকায়দায় দক্ষিণ আফ্রিকা। ৫ জুন সামনে প্রতিপক্ষ এবার কিং কোহলির ভারত।

  • |
Google Oneindia Bengali News

উনিশের বিশ্বকাপে শুরু থেকে টানা দুই ম্য়াচে হার। যার জেরে রানির দেশে ক্রিকেট কার্নিভ্য়ালে এখন বেকায়দায় দক্ষিণ আফ্রিকা। ৫ জুন সামনে প্রতিপক্ষ এবার কিং কোহলির ভারত। টাইটানিকের শহরে জাহাজ ডোবা থামাতে পারবে কী প্রোটিয়া ব্রিগেড? সেই উত্তর অবশ্য় ভবিষ্য়তেই পাওয়া যাবে। তার আগে ব্য়াটিংয়ের হাল ধরতে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চলেছেন ডানহাতি নির্ভরশীল ব্য়াটসম্য়ান হাসিম আমলা।

ভারতের বিরুদ্ধে শক্তি নিয়ে মাঠে নামছে প্রোটিয়া, আমলা ইন লুঙ্গি আউট

ইংল্য়ান্ডের মাটিতে অভিযান ম্য়াচে জোফরা আর্চারের বাউন্সার হেলমেটে এসে লাগলে মাঠ ছেড়েছিলেন প্রোটিয়া ব্য়াটসম্য়ান। পরে মাঠে ফিরলেও আহত আমলা রানে ফিরতে পারেননি। দলের খারাপ সময়ে এবার পরীক্ষা দিতে তৈরি তিনি।

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে ফিরতে পারার সম্ভবনা প্রোটিয়া দলের গুরুত্বপূর্ণ এই ব্য়াটসম্য়ানের। ডাক্তাররা আমলার দলে ফেরা নিয়ে আশ্বস্ত করছেন। আমলা না থাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোটিয়াদের হয়ে ওপেনিং করেছিলেন এডেন মার্কাম। দলে ফিরলে মার্কামের পরিবর্তে ওপেনিংয়ে ফিরবেন আমলা।

দক্ষিণ আফ্রিকা দলের ডাক্তার মহম্মদ মোসাজে আমলার দলে ফেরা নিয়ে বলেছেন, ' বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বিশ্রামের পর ভারতের বিরুদ্ধে ব্য়াট হাতে নেমে পড়তে তৈরি রয়েছেন আমলা। ' ভারতের বিরুদ্ধে আমলাকে টিমে পাওয়া নিয়ে আশাবাদী প্রোটিয়া টিম ম্য়ানেজমেন্টও।

অন্য়দিকে বিশ্বকাপে শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে হতশ্রী বোলিং প্রোটিয়াদের। স্টেইনহীন প্রোটিয়া বোলিংয়ের বিরুদ্ধে ৩৩০ রানের পাহাড় গড়ে ম্য়াচ জিতে নিয়েছে বাংলাদেশ। আইসিসি ব়্য়াঙ্কিংয়ের সাত নম্বর দল বাংলাদেশের ব্য়াটিং আহামরি কিছু নয়,সেই দলের বিরুদ্ধেই মরিস,রাবাদারা হাত খুলে রান খরচ করে লজ্জায় পড়েছেন। আইসিসি ক্রিকেট ব়্য়াঙ্কিংয়ের ৩ নম্বর দলের এমন বোলিং পারফর্ম্য়ান্স সত্য়িই বেমানান।

সঙ্গে চোট চিন্তাও রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বাঁ-পায়ের হ্য়ামস্ট্রিংয়ে চোট পাওয়ায় চার ওভার বল করে মাঠ ছাড়তে হয়েছিল এনগিদিকে। আমলা ফিরলে এবার এনগিদিকে হারাতে চলেছে দক্ষিণ আফ্রিকা শিবির। কোহলিদের বিরুদ্ধে ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি।

শুশ্রূষার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচে ফিরতে পারেন তিনি। এনগিদির পরিবর্তে হয়ে সেক্ষেত্রে দলে ফিরতে পারেন ডেল স্টেইন। আইপিএলে পাওয়া কাঁধের চোটের কারণে চলতি বিশ্বকাপে এখনও দেশের জার্সি গায়ে চাপানো হয়নি স্টেইনের। বুধের হাইভোল্টেজ ম্য়াচে কোহলি বনাম স্টেইন ডুয়েলের ঝলক মেলে কিনা, সেটাই এখন দেখার।

English summary
Hashim Amla may join sa for india game,Ngidi out for hamstring injury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X