For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক-বয়কট, বোর্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ! সিঁদুরে মেঘ দেখে পাশ কাটালেন দাদা

সৌরভ গাঙ্গুলি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে বিসিসিআই'র 'শর্তাধীন নিষেধাজ্ঞা' বিষয়ে গম্ভীরের মন্তব্য নিয়ে তাঁর কোনও মতামত নেই।

Google Oneindia Bengali News

এর আগে বিশ্বকাপে পাক ম্য়াচ বয়কট করা নিয়ে সচিনের বিপক্ষে মত দিয়েছিলেন। সংবাদমাধ্যমের একাংশ তাি নিয়ে তাঁর সঙ্গে সচিনের সম্পর্কে ভাঙনের জল্পনা শুরু করে দিয়েছিল। এবার তাই সিঁদুরে মেঘ দেখেই পাশ কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবারই গৌতম গম্ভীর পাক বয়কট নিয়ে বোর্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছিলেন। এদিন সৌরভ এই বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন।

সিঁদুরে মেঘ দেখে পাশ কাটালেন দাদা

গম্ভীর বলেছিলেন বোর্ড হয় পাকিস্তানের সঙ্গে সব ক্রিকেটিয় সম্পর্ক ছিন্ন করুক, নয়তো সব ধরণের ক্রিকেটিয় সম্পর্কই বদায় রাখুক। দ্বিপাক্ষিক সিরিজ খেলব না, আর আইসিসি টুর্নামেন্টে খেলব, এই নীতি ঠিক নয়।

এর আগে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের পক্ষে মত দিলেও গম্ভীরের এই মন্তব্য নিয়ে তাঁর কোনও মতামত নেই বলে জানিয়েচেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি জানান, এটা গম্ভীরের মত, এই বিষযে তাঁর কিছু বলার নেই। বিসিসিআই কী ভাবে পাক ম্য়াচ এড়াবে তাও তার জানা নেই বলে বিষয়টি এখানেি থামিয়ে দেন প্রাক্তন অধিনায়ক।

বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা সৌরভ ভারত বিশ্বকাপ জেতার বিষয়ে তাঁর ফেবারিট কিনা তাও ভেঙে বলেননি। জানিয়েছেন ফেবারিট ট্যাগে তাঁর বিশ্বাস নেই। তবে বলেছেন, এই দলটি প্রতিভায় ঠাসা। যে দলে, ধাওয়ান, রোহিত, কোহলি, এমএস, বুমরা, কুলদাপ, ভুবিদের মতো ক্রিকেটাররা আছে তারা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার তো বটেই।

আসন্ন বিশ্বকাপের ক্রীড়া কাঠামোরও প্রশংসা করেন তিনি। এ জন্যই এই বিশ্বকাপ ্ত্যন্ত প্রতিযোগিতামূলক হবে বলে তাঁর বিশ্বাস।

English summary
Sourav Ganguly said he has no opinion on Gambhir's comment on 'conditional ban' of BCCI against Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X