For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে কতটা প্রভাবিত বিশ্ব ক্রিকেটের সূচি, এক নজরে দেখে নেওয়া যাক

করোনা ভাইরাসে কতটা প্রভাবিত বিশ্ব ক্রিকেটের সূচি, এক নজরে দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট বেড়েই চলেছে। মারণ ভাইরাসে প্রভাবিত বিশ্বের ১৮৮টি দেশ। ইতিমধ্যেই করোনার বলি হয়েছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত তিন লক্ষেরও বেশি মানুষ। মারণ ভাইরাসের আতঙ্কে স্থগিত কিংবা বাতিল করে দেওয়া হয়েছে বিশ্বের তাবড় ক্রীড়া ইভেন্টগুলি। আগামী দিনে বিশ্বের ক্রীড়াসূচিতে কীভাবে প্রভাব ফেলবে করোনা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

স্থগিত ও বাতিল ক্রিকেট ইভেন্ট

স্থগিত ও বাতিল ক্রিকেট ইভেন্ট

করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পাকিস্তান সুপার লিগও মারণ ভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

জুন এবং জুলাইতে ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়ার কথা যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। করোনার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ওই দুই সিরিজ স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে। এর কিছু পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। অগাস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের। নভেম্বরে তামিম ইকবালদের দেশে যাবে কাইরন পোলার্ডরা। করোনার প্রভাব না কমলে এই সিরিজগুলি ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। করোনা ভাইরাসের জেরে ১৬ দলের এই ক্রিকেট টুর্নামেন্ট আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। দুই দলের মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ হবে। একই সময়ে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। অন্যদিকে সেপ্টেম্বরে এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও করোনার জেরে তা আদৌ হবে কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে।

English summary
How cricket calendar could be affected by coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X