For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর নামেই প্যাভিলিয়ন, অথচ উদ্বোধনে নারাজ 'ঘরের ছেলে' - ধোনি পৌঁছতেই রাঁচিতে একরাশ মুগ্ধতা

রাঁচিতে ভারত বনাম অস্ট্রেলিয়া মধ্যে তৃতীয় ওডিআইয়ের আগে জেএসসিএ স্টেডিয়ামে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উদ্বোধন করতে বিনীতভাবে অস্বীকার করলেন এমএস ধোনি।

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি যে একজন অত্যন্ত বিনয়ী মানুষ, তা নিয়ে কোনও সন্দেহই নেই। ভারতের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে খেলতেই তাঁকে দেখা যায় ঝাড়খণ্ড রাজ্য দলের সঙ্গে ট্রেনে কলকাতায় আসতে। ধোনির বিনয়ের আরও এক প্রকাশ দেখা গেল ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচের আগে। জেএসসিএ স্টেডিয়ামে তাঁর নামেই প্যাভিলিয়ন, অথচ উদ্বোধনে কুন্ঠাবোধ করলেন তিনি।

তাঁর নামেই প্যাভিলিয়ন, অথচ উদ্বোধনে নারাজ ঘরের ছেলে

মহান ক্রিকেটারদের সম্মান জানাতে বিভিন্ন স্টেডিয়ামেই তাঁদের নামে গেচট বা প্যাভিলিয়নের নামকরণ করা হয়। মুম্বইয়ের ওয়াঙ্খেড়েতে আছে সুনীল গাভাস্কার প্যাভিলিয়ন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় আছে বীরেন্দ্র সেওয়াগ গেট। সেই রকম রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামের একটি প্যাভিলিয়নের নামকরণ করা হচ্ছে ধোনির নামে।

জেএসসিএ-র সেক্রেটারি দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, গত বছরই তাঁদের বার্ষিক সাধারণ সভা নর্থ ব্লক স্টান্ডটি ধোনির নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত হয়েছি। অস্ট্রেলিয়া ম্য়াচের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে তাঁরা প্যাভিলিয়নটির উদ্বোধনের জন্য বলেছিলেন। কিন্তু, ধোনি হেসে জানিয়েছেন, 'ঘরের মাঠে আবার কি উদ্বোধন করব দাদা'। দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, ধোনির এখনও এত বিনয়ী ও মাটির কাছাকাছি, তা ভাবাই যায় না।

বুধবারই ভারতীয় দল রাঁচি পৌঁছায়। 'ঘরের ছেলে' আসতেই অধিনায়ক ধোনির চেয়েও বেশি উন্মাদনা তৈরি হল। জেএসসিএ জানিয়েছে টিকিটের চাহিদাও বেশ ভাল রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Ranchi - Look who's here - <a href="https://twitter.com/msdhoni?ref_src=twsrc%5Etfw">@msdhoni</a> 🦁🦁<a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/yH9vPG6vQY">pic.twitter.com/yH9vPG6vQY</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1103229929343205376?ref_src=twsrc%5Etfw">March 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শুক্রবার, অস্ট্রেলিয়া ম্য়াচটিই ঘরের মাঠে ভারতের জার্সি গায়ে ধোনির শেষ ম্য়াচ হতে পারে। আসন্ন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা তিনি ছেড়ে দেবেন বলে জল্পনা রয়েছে। তবে ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ডের এ সূত্র জানিয়েছে সেই সম্ভাবনা ধরে বিশেষ কিছু করার পরিকল্পনা নেই তাদের।

English summary
MS Dhoni politely declined to inaugurate the pavilion named after him at the JSCA Stadium, ahead of third ODI between India and Australia in Ranchi.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X