For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালো শুরু করেও অনভিজ্ঞ আফগানিস্তান অলআউট ১৭২ রানে

টনটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে কম রানে গুটিয়ে গেল আফগানিস্তান।

  • |
Google Oneindia Bengali News

টনটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে কম রানে গুটিয়ে গেল আফগানিস্তান। এদিন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে আফগানিস্তান অনভিজ্ঞতার কারণে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে গিয়েছে।

ভালো শুরু করেও অনভিজ্ঞ আফগানিস্তান অলআউট ১৭২ রানে

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন হাসমতউল্লাহ সাইদি। তিনি করেন ৫৯ রান। এছাড়া হজরতউল্লাহ জাইদি ৩৪ ও নূর আলি ৩১ রান করেন। আর কোনও ব্যাটসম্যানই কিউয়ি বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশম একাই পাঁচটি উইকেট নেন। ভালো বোলিং করেন লকি ফার্গুসনও। তিনি নেন ৪ উইকেট। এদিন শুরুটা খারাপ করেনি আফগানরা। ওপেনিং জুটিতে ১০.১ ওভারে ওঠে ৬৬ রান। তবে তারপরই ছন্দপতন।

হজরতউল্লাহ ৩৪ রানে ফিরে যাওয়ার পরই পরপর ফিরে যান আরও তিন ব্যাটসম্যান। ৭০ রানে ৪ উইকেট হারায় আফগানরা। সেই ধাক্কা সামাল দেওয়া যায়নি। শেষ অবধি ৪১.১ ওভারে ১৭২ রানে শেষ হয় আফগান ইনিংস।

English summary
ICC Cricket World Cup 2019 : Afghanistan allout by 172 runs by New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X