For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের সেমিফাইনাল অথবা ফাইনালে ভারত-পাক মহারণের সম্ভাবনা

লাস্ট ল্যাপে বিশ্বকাপ। লিগ পর্ব শেষ হতে বাকি আর মাত্র ১ সপ্তাহ। ৬ জুলাই লিগ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ভারত।

  • |
Google Oneindia Bengali News

লাস্ট ল্যাপে বিশ্বকাপ। লিগ পর্ব শেষ হতে বাকি আর মাত্র ১ সপ্তাহ। ৬ জুলাই লিগ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ভারত। ঐ দিনই রাতের ম্যাচে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে উনিশের বিশ্বকাপের লিগ পর্ব শেষ হচ্ছে। কোন চার দল টেবিল টপার হবে, সেদিনই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে অবশ্য সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাক ম্যাচ হওয়ার স্বপ্ন দেখছে ক্রিকেট দুনিয়া।

সেমিফাইনালে ভারত পাক ডুয়েল হওয়ার সম্ভাবনা-

ভারত যদি ১ নম্বরে শেষ করে-

ভারত যদি ১ নম্বরে শেষ করে-

পয়েন্ট টেবিলে ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্ট ভারতের। শেষ তিন ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলে কোহলিরা লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছতে পারে।

সেক্ষেত্রে পাকিস্তান চার নম্বরে থাকলে এক বনাম চারের লড়াইয়ে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতলে লড়াই থেকে ছিটকে যাবে ইংল্যান্ড। সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই চার নম্বরে শেষ করার প্রবল সুযোগ পাকিস্তানের। ১ বনাম ৪ এর লড়াইয়ে ম্যাঞ্চেস্টারে প্রথম সেমিতে দেখা যেতে পারে ভারত পাক মহারণ।

অন্যক্ষেত্রে ভারত যদি ২ নম্বরে শেষ করে-

অন্যক্ষেত্রে ভারত যদি ২ নম্বরে শেষ করে-

ভারত অবশিষ্ট ম্যাচগুলির মধ্যে এক ম্যাচে ধাক্কা খেলে আর অজিরা শেষ ম্যাচ জিতলে, প্রথম দল হবে অস্ট্রেলিয়া ও দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে ভারত।

অন্যদিকে ইংল্যান্ড শেষ ম্যাচ নিউজিল্যান্ডকে বড় রানে হারালে ও বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান বড় রানে জিতে ৩ নম্বরে শেষ করলে তখনও ভারত-পাক সেমির সম্ভাবনা রয়েছে। পয়েন্ট টেবিলের ২ বনাম ৩ নম্বরের দল সেমিতে মুখোমুখি হবে।সেক্ষেত্রে ২নম্বরে থাকা ভারত ও ৩ নম্বরে থাকা পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এজবাস্টনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দুই দল।

ভারত পাক ফাইনালের সম্ভাবনাও রয়েছে-

ভারত পাক ফাইনালের সম্ভাবনাও রয়েছে-

সেমিতে দুই দল যদি মুখোমুখি না হয়, তখন ফাইনালে ভারত-পাক ম্যাচের সম্ভাবনা রয়েছে।

ধরে নেওয়া যাক, পয়েন্ট টেবিলের দুয়ে ভারত ও চারে পাকিস্তান। সেক্ষেত্রে সেমিতে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অজিরা একে শেষ করলে আর নিউজিল্যান্ড তিনে শেষ করলে, নিয়ম অনুযায়ী ১ বনাম ৪ অর্থাৎ অজি বনাম পাকিস্তান ও ২ বনাম ৩ মানে, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ খেলবে। সেখানে ভারত নিউজিল্যান্ডকে হারালে ও পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারালে ফাইনালে ভারত-পাক মহারণের সম্ভাবনা রয়েছে।

English summary
ICC Cricket World Cup 2019: chances of India vs Pakistan semi-final or final in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X