For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভাল মহারণে ভারত-অস্ট্রেলিয়া, কী হতে পারে ভারতের প্রথম একাদশ

বিশ্বকাপের সুপার সানডে'তে হাইভোল্টেজ ম্যাচ। ওভাল মহারণে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। একনজরে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ,icc cricket world cup 2019 ind vs aus, india probable xi

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের সুপার সানডে'তে হাইভোল্টেজ ম্যাচ। ওভাল মহারণে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।

ওভাল মহারণে ভারত-অস্ট্রেলিয়া, কী হতে পারে ভারতের প্রথম একাদশ

দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করে এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছে কোহলি অ্যান্ড কোম্পানি। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে একসময় চাপে পরেছিল অজিরা। সেখানে থেকে কুল্টারনাইলের ৯২ রানের রেকর্ড ইনিংসে ভর করে ম্যাচে প্রর্ত্যাবর্তন করে ২৮৮ রান তুলেছিল ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। ফলে বলার অপেক্ষা রাখে না ভারতের মতো অজিদের ব্যাটিংয়েও গভীরতা রয়েছে। অন্যদিকে ক্যারিবিয়নদের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৬ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন স্টার্ক। তাঁর বোলিংয়ে ভর করেই ক্যারিবিয়নদের বিরুদ্ধে ১৫ রানে ম্যাচ জেতে অজিরা।

একনজরে দেখে নেওয়া যাক, আজকের ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ-

টপ অর্ডার-
ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান। শেষ ম্যাচে ১২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন হিটম্যান। অজি ম্যাচে সহঅধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

অন্যদিকে চলতি বিশ্বকাপে এখনও বড় রান আসেনি ধাওয়ানের। শেষবার ২০১৫ বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর।

তিনে কোহলিকে নিয়েও প্রত্যাশা তুঙ্গে। শেষবার সিডনিতে ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালে মিচেল জনসনের বাউন্সারে ১ রানে ফিরেছিলেন কোহলি। সেদিনে সেই ব্যাটসম্যানই আজ ভারতীয় দলের অধিনায়ক। মনে রাখতে হবে এদিনও অজি দলে রয়েছে এক বাঁ-হাতি পেসার,যার নাম মিচেল স্টার্ক। ফলে স্টার্ক বনাম কোহলি লড়াই ম্যাচের অন্যতম আকর্ষণ

মিডল অর্ডার-

চারে লোকেশ রাহুল। প্রস্তুতির শতরানের ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে রাহুলের।এদিন স্টার্ক, কামিন্সদের বিরুদ্ধে মিডল অর্ডারে ভারতের ব্যাটিং স্তম্ভ হতে পারেন রাহুল।

পাঁচে ধোনি। অস্ট্রেলিয়ার মাঠে তাঁদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজে তিন ম্যাচেই অর্ধশতরান করেছিলেন ধোনি। মাহির ইনিংসে ভর করে দুই ম্যাচে জয় পেয়েছিল ভারত।

ছয়ে কেদার যাদব, সাতে হার্দিক পান্ডিয়া

বোলিং ব্রিগেড- অজিদের ব্যাটিং শক্তির কথা মাথায় রেখেই তিন পেসারে নিয়ে খেলতে পারেন কোহলি। সেক্ষেত্রে শামি, বুমরাহ, ভুবির সঙ্গে এক স্পিনার হিসেবে খেলতে পারেন দক্ষিণ আফ্রিকা বধের অন্যতম নায়ক চাহাল।

অন্যদিকে অজি দলে ডানহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কথা মাথায় রেখে কুলদীপকে খেলাতে পারেন কোহলি, দুই স্পিনারে নিয়ে দল সাজানোর পরিকল্পনা করলে কুলচা জুটি খেলবে, সেক্ষেত্রে ভুবিকে বসিয়ে খেলানো হতে পারে মহম্মদ শামিকে।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
icc cricket world cup 2019 ind vs aus, india probable xi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X