For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন উইলিয়ামসনের চোখে বিশ্বচ্যাম্পিয়ন কে?

যে ম্যাচের ফয়সলা হয় না সুপার ওভারেও! শেষ পর্যন্ত গোটা ম্যাচে বাউন্ডারি বেশি হাঁকানোর বিচারে(ইংল্যান্ড দল ২৬টি, নিউজিল্যান্ড দল ১৭টি বাউন্ডারি) ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল! যে ম্যাচের ফয়সলা হয় না সুপার ওভারেও! শেষ পর্যন্ত গোটা ম্যাচে বাউন্ডারি বেশি হাঁকানোর বিচারে(ইংল্যান্ড দল ২৬টি, নিউজিল্যান্ড দল ১৭টি বাউন্ডারি) ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে একশো ওভার ও সুপার ওভারে ম্যাচ টাই করেও খালি হাতেই বিদায় নিউজিল্যান্ডের!

বিশ্বকাপের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল নিয়ে কী বললেন উইলিয়ামসন?

বিশ্বকাপের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল নিয়ে কী বললেন উইলিয়ামসন?

কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের চোখে অবশ্য বিশ্বকাপের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল ম্যাচে কোনও দলই পরাজিত নয়! ফাইনালে বিশ্বকাপ ট্রফি জিততে না পারলেও কেন এক ইন্টারভিউতে বলেছেন, 'দিনের শেষে বিশ্বকাপ ফাইনালে কোনও মাপকাঠিই দুই দলের মধ্যে সেরা বেছে নিতে পারেনি। পার্থক্য শুধু ট্রফি একটাই! যেটা চ্যাম্পিয়ন দলের মাথায় উঠেছে।'

নাটকীয় ম্যাচ, নাটকীয় সুপার ওভার

নাটকীয় ম্যাচ, নাটকীয় সুপার ওভার

প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৪১ রান তোলে নিউজিল্যান্ড।স্বল্প পুঁজির এই রান ডিফেন্ড করতে নেমে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে যায় উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি।

ধারে ভারে ইংল্যান্ডের ব্যাটিং শক্তিশালী হলেও ক্রমাগত উইকেট তুলে নিয়ে ব্রিটিশদের চাপে রাখে কিউয়িরা। শেষ পর্যন্ত নির্ধরিত ওভারে ম্যাচ টাই। পরে সুপার ওভারে ইংল্যান্ড ১৫ রান করে চাপ তৈরি করলে, সেই রান তুলে দেয় নিউজিল্যান্ড। সুপার ওভারেও ম্যাচ ড্র হলে কিউয়িদের থেকে ইংল্যান্ড বেশি বাউন্ডারি হাঁকানোয় তারাই চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

আইসিসি'র নিয়মের সমালোচনা

আইসিসি'র নিয়মের সমালোচনা

আইসিসি'র এমন নিয়মের যুক্তি নিয়ে ক্রিকেট দুনিয়ার অনেকই প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন, ডাক ওয়ার্থ লুইস নিয়মে যখন রানও উইকেট দুইই দেখা হয়। এক্ষেত্রে শুধু কেন বাউন্ডারি কাউন্ট, কেন নয় উইকেট কাউন্ট। প্রসঙ্গত, ম্যাচে ইংল্যান্ডকে অলআউট করেছিল কিউয়িরা। সেখানে ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ব্রিটিশরা ৮ উইকেট তুলে নিয়েছিল!

English summary
icc cricket World Cup 2019: Kane Williamson says, No one lost the in dramatic final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X