For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল, পয়েন্ট ভাগাভাগি করল দুই দল

দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বাতিল হয়ে গেল পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বাতিল হয়ে গেল পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ। এদিন দুই দলের খেলা ছিল। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ায় দীর্ঘ অপেক্ষার পর শেষ অবধি খেলা বানচাল করে দিতে হয়েছে। দুই দলই সমান পয়েন্ট ভাগ করে নিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল

এদিন পয়েন্ট ভাগাভাগি ফলে শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে পয়েন্ট টেবিলে তৃতীয় ও চতুর্থ স্থানে রইল। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কা পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এবং আগামী বুধবার হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে।

এদিন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে একটি বলও খেলা হয়নি। দীর্ঘক্ষণ ধরে অনবরত বৃষ্টি খেলা বানচাল করে দিয়েছে। দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও নাইজেল লং দুবার মাঠ পরিদর্শন করার পর অবশেষে সিদ্ধান্ত জানিয়ে দেন। দর্শকদের খুশি করতে পারেননি দুই আম্পায়ার। কারণ মাঠের অবস্থা খেলার উপযুক্ত ছিল না। একেবারে শেষ দিকে আকাশ পরিষ্কার হলেও মাঠকে খেলার উপযুক্ত করা যায়নি। কারণ কয়েক ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বৃষ্টি হয়েছে। যার ফলে আম্পায়াররা ম্যাচ বানচাল করে দিতে বাধ্য হন।

English summary
ICC Cricket World Cup 2019 : Pakistan vs Sri Lanka match abandoned due to rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X