For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে সর্বাধিক দলগত স্কোরের রেকর্ড, একনজরে প্রথম পাঁচ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর উঠছে ৩৯৭/৬। আফগানিস্তানের বিরুদ্ধে এই রান করেছে ইংল্যান্ড। একনজরে বিশ্বকাপের ইতিহাসে পাঁচ সর্বাধিক স্কোর

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের মাটিতে চলতি বিশ্বকাপের ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফুলঝুরি।

ইতিমধ্যেই বিশ্বকাপে তিন ব্যাটসম্যান ১৫০ প্লাস রান হাঁকিয়েছেন। রয়, ফিঞ্চের পর বৃহস্পতিবার ১৬৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ধুঁয়াধার ব্যাটিংয়ের কারণে এবারের বিশ্বকাপে দলগুলিও প্রচুর রান তুলছে। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর উঠছে ৩৯৭/৬। আফগানিস্তানের বিরুদ্ধে এই রান করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপে সর্বাধিক দলগত স্কোরের রেকর্ড, একনজরে প্রথম পাঁচ

এটাই অবশ্য বিশ্বকাপের ইতিহাসে দলগত সর্বাধিক স্কোর নয়। একনজরে বিশ্বকাপের সর্বাধিক স্কোর

১)অস্ট্রেলিয়া ৪১৭/৬- পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সর্বাধিক স্কোর হাঁকানোর রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পারথে ৪১৭ রান তুলেছিল অজিরা। ১৭৮ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার, স্মিথের সংগ্রহ ছিল ৯৫ রান। ২৭৫ রানে ম্যাচ জিতেছিল অস্ট্রলিয়া।

২)ভারত ৪১৩/৫- ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে ৪১৩ রান হাঁকিয়েছিল ভারত। ৮৭ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ।ভারত ম্যাচ জিতেছিল ২৫৭ রানে।

৩)দক্ষিণ আফ্রিকা ৪১১/৪- ২০১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪১১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন হাসিম আমলা ও ফ্যাফ ডুপ্লেসি ১০৯ রান হাঁকান। ২০১ রানে ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা।

৪)দক্ষিণ আফ্রিকা- ৪০৮/৫- ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৮ রান হাঁকিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৬২ রানের ইনিংস খেলেছিলেন এ বি ডিভিলিয়ার্স। প্রোটিয়ারা ম্যাচ জেতে ২৫৭ রানে।

৫)শ্রীলঙ্কা-৩৯৮/৫- ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে এই রান তুলেছিল শ্রীলঙ্কা। রণতুঙ্গার শ্রীলঙ্কা ম্যাচ জিতেছিল ১৪৪ রানে।

English summary
icc cricket world cup: 5 highest innings scores in tournament history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X