For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ বিশ্বকাপ ফাইনাল- ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কিউয়িদের শক্তি-দুর্বলতা

লিগ পর্বে এক নম্বরে শেষ করা ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে ২৩৯ রানে পুঁজি সম্পদ নিয়ে ভারতের বিরুদ্ধে ১৮ রানে ম্যাচ জিতেছে উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি।

  • |
Google Oneindia Bengali News

লিগ পর্বে এক নম্বরে শেষ করা ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে ২৩৯ রানে পুঁজি সম্পদ নিয়ে ভারতের বিরুদ্ধে ১৮ রানে ম্যাচ জিতেছে উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে কিউয়িরা।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

বড়বাজারে বহুতলের দোতলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৭ টা ইঞ্জিন। আগুন লেগেছে সকাল সাড়ে ৮ টা নাগাদ। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পরার আশঙ্কা।

নিউজিল্যান্ড দলের শক্তি

নিউজিল্যান্ড দলের শক্তি

বোলিংই নিউজিল্যান্ড দলের প্রধান শক্তি। চলতি বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ ধরলে মোট চারবার প্রতিপক্ষ দলকে অল-আউট করেছে কিউয়িরা।

তৃণমূল নেতা খুন

তৃণমূল নেতা খুন

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাতে তৃণমূলের আঞ্চলিক সভাপতি আবু মোল্লাকে লক্ষ্য করে গুলি বোমা। ঘটনায় মৃত্যু হয়েছে তার। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আবু মোল্লার সঙ্গী। তৃণমূলের তরফে অভিযোগ আনা হয়েছে সিপিএমের বিরুদ্ধে। সিপিএম পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে।

একনজরে বোলিংয়ে কটি উইকেট নিয়েছেন কিউয়িরা

একনজরে বোলিংয়ে কটি উইকেট নিয়েছেন কিউয়িরা

লকি ফার্গুসন ১৮ উইকেট
ট্রেন্ট বোল্ট ১৭ উইকেট
ম্যাট হেনরি-১৩ উইকেট
জেমস নিশাম- ১২টি উইকেট

ভারত-পাক সেনা মৈত্রী

ভারত-পাক সেনা মৈত্রী

আজ হোলি। সীমান্তে জম্মু কাশ্মীরের সাম্বায় ভারতীয় সেনা ও পাক সেনার মধ্যে মিষ্টির আদান প্রদান।

দুর্বলতা

দুর্বলতা

১)দলে কেন উইলিয়ামসন ও টস টেলর ছাড়া বড় রান মেকার নেই। উইলিয়ামসনের ব্যাটে দুটি শতরান রয়েছে। সেমিতে ৭৪ রানের দামি ইনিংস খেলেন টেলর। ৬৭ রান করেন অধিনায়ক কেন।
২) মার্টিন গাপটিলের অফ ফর্ম। শেষ বারের বিশ্বকাপের সর্বোচ্চ রান প্রাপক(৫৪৭রান) মার্টিন গাপটিল এবার বিশ্বকাপে সুপার ফ্লপ। ৯ ম্যাচে করেছেন যথাক্রমে ৭৩,২৫,০,৩৫,০,৫,২০,৮,১ ! ওপেনিংয়ে ভরসা দিতে পারছেন না।
৩) ওপেনিংয়ে ব্যর্থতা- শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে ওপেনিংয়ে অর্ধশতরান করেছিলেন মুনরো। এরপর ক্রমেই বিশ্বকাপের ম্যাচগুলোয় তাঁর ব্য়াটে ধার কমেছে। পরবির্ত ওপেনার হেনরি নিকহোলসও রানের ছন্দে নেই। ফাইনালের মতো বড় মঞ্চে ওপেনিং ফ্লপ করলে চাপে পড়তে হতে পারে।

কানহাইয়া

কানহাইয়া

হায়দ্রাবাদে রোহিত ভেমুলার মায়ের সঙ্গে দেখা করলেন কানহাইয়া কুমার।

কানহাইয়াকে জুতো

কানহাইয়াকে জুতো

এদিন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময়ে জেএইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারের দিকে চপ্পল ছুড়ে মারে এক ব্যক্তি। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।

ফের ব্রাসেলসে বোমাতঙ্ক

ফের ব্রাসেলসে বোমাতঙ্ক

ফের বেলজিয়ামের ব্রাসেলসে বোমাতঙ্ক। ট্রামে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক তৈরি হওয়ায় খালি করে দেওয়া হয়েছে এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকায় যান চলাচল।

English summary
icc cricket world cup final2019 eng vs nz: strength and weakness of new zealand team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X