For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আইসিসি

হাই অ্যালার্ট জোনে থাকা ইংল্যান্ডে শুরু হতে চলা বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

হাই অ্যালার্ট জোনে থাকা ইংল্যান্ডে শুরু হতে চলা বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপ চলার সময় বিভিন্ন দেশের ক্রিকেটার ও দর্শকরা ব্রিটেনে নিরাপদ থাকবেন বলেই আশা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার।

ইংল্যান্ডে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আইসিসি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলা এবং শ্রীলঙ্কার কলোম্বোয় ধারাবাহিক আত্মঘাতী বিস্ফোরণে যথাক্রমে ৫১ ও ২৫০ জনের মৃত্যুর পর ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিল আইসিসি। কারণ, দু-বছর আগে এই ব্রিটেনের ম্যানচেস্টারেই আমেরিকান গায়িকা আরিয়ানা গ্রেনেডের কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়। তবে এমন অপ্রীতিকর ঘটনা বিশ্বকাপে ঘটবে না বলেই আইসিসিকে আশ্বস্ত করে ব্রিটেন সরকার। দেশের গোয়েন্দা এবং পুলিশদের পাশাপাশি বেশ কয়েকটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকেও আলাদাভাবে বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখনও পর্যন্ত টিকিটের জন্য ৩২ লক্ষ দর্শকের আবেদন জমা পড়েছে। তার মধ্যে এক লক্ষেরও বেশি মহিলা এবং এক লক্ষ আন্ডার সিক্সটিন টিন রয়েছে বলে জানানো হয়েছে। এই আবেদনের পরিমাণ লভ্যতার তুলনায় চার গুন বেশি বলেই দাবি করেছে আইসিসি। জানিয়েছে, মাঠের ভিতরে বা বাইরে স্লেজিং কিংবা কুকথা বন্ধে বিশ্বকাপে জিরো টলারেন্স নীতি চালু থাকবে। সেক্ষেত্রে অভিযুক্ত খেলোয়াড় তো বটেই, এমনকী দর্শককেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে আইসিসি।

English summary
ICC is happy with Cricket World Cup security in Britain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X