For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিং: বোলারদের প্রথম দশে ৯ পেসার, প্রথম কুড়়িতে সংখ্যাটা ১৭!

আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের দাপট। সদ্য প্রকাশিত আইসিসি বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ের বোলারদের ক্রমতালিকায় প্রথম দশের ৯ পেসার।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের দাপট। সদ্য প্রকাশিত আইসিসি বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ের বোলারদের ক্রমতালিকায় প্রথম দশের ৯ পেসার। সেই সংখ্যাই প্রথম ২০ তে ১৭! অর্থাৎ বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ের বোলারদের সেরা ২০ জনের মধ্যে ১৭ জন পেসার স্থান পেয়েছেন।

একনজরে প্রথম দশে কারা রয়েছেন

১)প্যাট কামিন্স (অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার)
২) নেল ওয়েগনার ( নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার)
৩) জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার)
৪) কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার)
৫) মিচল স্টার্ক (অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার)
৬) জসপ্রীত বুমরাহ (ভারতের ডানহাতি পেসার)
৭) জেমস অ্যান্ডারসন ( ইংল্যান্ডের ডানহাতি পেসার)
৮)ভার্নন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার)
৯) রবিচন্দ্রন অশ্বিন (ভারতের ডানহাতি অফ স্পিনার)
১০) মহম্মদ শামি (ভারতের ডানহাতি পেসার)

পরের দশে আরও ৮জন!

পরের দশে আরও ৮জন!

পরের দশ অর্থাৎ আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ১১ থেকে ২০ জনের মধ্যে আরও ৮ জন পেসার রয়েছেন।

 একনজরে কারা রয়েছেন দেখে নিন

একনজরে কারা রয়েছেন দেখে নিন

১১) জস হ্যালেডউড (অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার)
১২) কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার)
১৩) টিম সাউদি(নিউজিল্যান্ডের ডানহাতি পেসার)
১৪) স্টুয়ার্ট ব্রড ( ইংল্যান্ডের ডানহাতি পেসার)
১৫) ন্যাথান লায়ন( অজি স্পিনার)
১৬) মহম্মহ আব্বাস (পাকিস্তানের ডানহাতি পেসার)
১৭) রবীন্দ্র জাদেজা ( ভারতীয় স্পিনার)
১৮) ট্রেন্ট বোল্ট ( নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার)
১৯) ইশান্ত শর্মা ( ভারতীয় ডানহাতি পেসার)
২০) শ্যানন গ্য়াব্রিয়েল ( ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার)

 প্রথম দশে ভারত থেকে কারা

প্রথম দশে ভারত থেকে কারা

তালিকায় প্রথম দশে ভারত থেকে বুমরাহ, অশ্বিন ও শামি রয়েছেন।

English summary
ICC raking: 9 out of top 10 bowlers in ICC Test rankings are pacers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X