For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তান ম্যাচের আগে রিল্যাক্সড কোহলি ব্রিগেড, কিছুটা সতর্কও

লিগ টেবিলের লাস্ট বয় আফগানিস্তানের সঙ্গে খেলতে নামছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

  • By R Koushik
  • |
Google Oneindia Bengali News

লিগ টেবিলের লাস্ট বয় আফগানিস্তানের সঙ্গে খেলতে নামছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ম্যাচের আগের দিন ট্রেনিং সেশন অনেক সময়ই ক্লান্তির কারণ হতে পারে। আর সেজন্য ভারতীয় দল অনেক সময় ম্যাচের আগের দিন ট্রেনিং করা থেকে বিরত থাকে। পাকিস্তান ম্যাচে দুর্ধর্ষ খেলার পরে ভারতীয় দলের ক্রিকেটাররা একদিন বিশ্রাম নিয়েছেন। ক্রিকেটের বাইরে অন্যান্য দিকে মনসংযোগ করে মনটাকে কিছুটা হালকা করার চেষ্টা করেছেন।

আফগানিস্তান ম্যাচের আগে রিল্যাক্সড কোহলি ব্রিগেড, কিছুটা সতর্কও

আফগানিস্তান ম্যাচের আগে প্র্যাকটিস করা বাধ্যতামূলক ছিল না। অনেকেই প্র্যাকটিসে আসেননি। তবে টুর্নামেন্টে যাতে ফোকাস নষ্ট না হয় সেদিকে অবশ্যই টিম ইন্ডিয়ার নজর রয়েছে। লম্বা টু়র্নামেন্টে কীভাবে নিজেদের ফোকাস ধরে রাখতে হয় তা বিরাট কোহলির ভারত ভালোই জানে। পাকিস্তান ম্যাচের আগে একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তা সত্ত্বেও পাকিস্তান ম্যাচে নেমেই টিম ইন্ডিয়া দারুণ পারফরম্যান্স করেছে।

গত ১০-১২ দিন ধরে ইংল্যান্ডে যে আবহাওয়া চলছিল তাতে একবার ইনডোর আর একবার আউটডোরে প্র্যাকটিস করতে হয়েছে। বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভিজতে গিয়েছে। সেই অবস্থা কাটিয়ে ওঠা গিয়েছে বলেই মনে করা হচ্ছে। বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী বিশ্রাম ও প্রস্তুতির মধ্যে ভালো মেলবন্ধন তৈরি করেছেন। খেলোয়াড় ধরে ধরে তাদের মানসিক অবস্থা বিচার করাটা এখন খেলার অঙ্গ হয়ে গিয়েছে। কে কতটা ম্যাচ রেডি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেহেতু দলের প্রত্যেকেই লম্বা আইপিএল মরশুম কাটিয়ে বিশ্বকাপে এসেছেন। তাই ক্লান্তি যাতে কোনওভাবেই দলকে গ্রাস না করে সেটা মাথায় রাখতে হচ্ছে। অন্যান্য দলের থেকে ভারতীয় দলের খেলার সূচি আলাদা। যা বিরাট কোহলিদের নিঃসন্দেহে কিছুটা সুবিধা করে দিয়েছে।

আইপিএলের ক্লান্তি ক্রিকেটাররা কাটিয়ে উঠেছেন। চার ম্যাচে ভারত এই মুহূর্তে ৭ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চার নম্বর স্থানে রয়েছে। আফগানিস্তান ম্যাচ ধরে নেওয়া হচ্ছে বিরাট কোহলিরা জিতবেন। সেক্ষেত্রে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও প্রথম তিনটি দলের থেকে কোহলিরা দুটি করে ম্যাচ কম খেলেছেন। ফলে এর পরের দুটি ম্যাচ জিতলে ভারত গ্রুপ শীর্ষে উঠে আসবে। এই অবস্থায় আফগানিস্তান ম্যাচের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচে ভারত জিতবে বলে মনে করা হচ্ছে। তারপর রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ। ধরে নেওয়া হচ্ছে ভারত নক আউট পর্বে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় বিরাট কোহলি উইনিং কম্বিনেশন ভাঙেন কিনা অথবা কোন ছকে খেলে নক আউটের প্রস্তুতি নিয়ে রাখেন সেটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

English summary
ICC World Cup 2019: India find balance between rest and preparation before Afghanistan match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X