For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম স্পিনার হিসেবে বিশ্বকাপের প্রথম ওভার বল করে তাহিরের রেকর্ড

প্রথম স্পিনার হিসেবে বিশ্বকাপের প্রথম ওভার বল করে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। প্রথম বলে উইকেটও নিয়েছেন ৪০ বছরের এই স্পিনার।

  • |
Google Oneindia Bengali News

প্রথম স্পিনার হিসেবে বিশ্বকাপের প্রথম ওভার বল করে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ওভারের দ্বিতীয় বলে উইকেটও নিয়েছেন ৪০ বছরের এই স্পিনার।

 প্রথম স্পিনার হিসেবে বিশ্বকাপের প্রথম ওভার বল করে তাহিরের রেকর্ড

লন্ডনের ওভালে ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই স্পিনার ইমরান তাহিরকে এনে ইংরেজ ব্যাটসম্যানদের কার্যত চমকেই দেন প্রোটিয়াসদের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। সেই সিদ্ধান্ত যে কত বড় মাস্টার স্ট্রোক, প্রথম বলে ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টোকে আউট করে তা প্রমাণ করেন স্পিনার ইমরান তাহির। যদিও এই ধাক্কা থেকে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

১৯৭৫-এ বিশ্বকাপের প্রথম এডিশনের প্রথম ওভার করেছিলেন ভারতের ফাস্ট বোলার মদনলাল। ১৯৭৯-র বিশ্বকাপে প্রথম ওভার বল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অ্য়ান্ডি রবার্টস। ভারত যেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেই ১৯৮৩ সালে প্রথম ওভার বল করেছিলেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি। ১৯৮৭ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপের প্রথম ওভার করেছিলেন শ্রীলঙ্কার ভিনোথেন জন।

১৯৯২-তে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে প্রথম ওভার বল করেছিলেন সে দেশেরই ক্রেগ ম্যাকডেরমট। ১৯৯৬ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথম ওভার বল করেছিলেন যথাক্রমে ইংল্যান্ডের ডমিনি কক ও ড্যারেন গগ। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০০৩ সালের বিশ্বকাপে প্রথম ওভার বল করেছিলেন লোকাল বয় শন পোলক। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০১১ সালে ভারতে হওয়া বিশ্বকাপে যথাক্রমে পাকিস্তানের উমর গুল ও বাংলাদেশের সাফিউল ইসলাম প্রথম ওভার বল করেছিলেন। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথম ওভার বল করেছিলেন শ্রীলঙ্কার নুয়ান কুলাশেখরা।

English summary
Imran Tahir first spiner to bowl first over in World Cup history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X