For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরের পর নেমেই রঞ্জিতে রাজকীয় শতরান বীরেন্দ্র শেহওয়াগের

  • |
Google Oneindia Bengali News

মহীশূর, ২২ অক্টোবর : সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময়ই বলেন, জিনিয়াসদের কোনও বয়স হয় না। আর সেকথাটাই যেন ফের একবার প্রমাণ করে দেখালেন তাঁর অন্যতম প্রিয় খেলোয়াড়, নজফগড়ের নবাব বীরেন্দ্র শেহওয়াগ।

মাত্র ২ দিন হল অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এর মধ্যেই রঞ্জি ট্রফির ম্যাচে নেমে ফের একবার নিজের জাত চিনিয়ে দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ওপেনার।

অবসরের পর নেমেই রঞ্জিতে রাজকীয় শতরান বীরেন্দ্র শেহওয়াগের

কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার হয়ে খেলতে নেমে দুরন্ত শতরান করলেন বীরু। এদিন মাত্র ১১৯ বলে শেহওয়াগ স্টাইলে করলেন শতরান। যাতে রয়েছে তিনটি ছয় ও ১১ টি চার। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২টি শতরান হয়ে গেল তাঁর।

এবছর দিল্লি থেকে গিয়ে হরিয়ানার হয়ে খেলছেন শেহওয়াগ। দলের অধিনায়কও তিনিই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৫৩ রানে ২ উইকেট হারালেও শতরান করে দলের হাল ধরেন বীরু।

English summary
In 1st game post-retirement, 'Nawab' Virender Sehwag hits ton in royal city of Mysuru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X