For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলে দিন রাতের টেস্টে ভারতের বাজি কে, পরোক্ষে জানিয়ে দিলেন 'ইডেনের নায়ক'

ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচে রিস্ট স্পিনাররা বাড়তি সুবিধে পাবেন মনে করছেন ইডেনের প্রাক্তন নায়ক হরভজন সিং।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচে রিস্ট স্পিনাররা বাড়তি সুবিধে পাবেন মনে করছেন ইডেনের প্রাক্তন নায়ক হরভজন সিং।

ইডেনের নায়ক হরভজন

হরভজনের সঙ্গে ইডেনের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছিলেন হরভজন। ইডেন টেস্টে হ্যাটট্রিক করে অজিদের ধরাশায়ী করেছিলেন। সেটাই ছিল ভারতীয় কোনও বোলারের প্রথম টেস্ট হ্য়াটট্রিক। প্রথম ইনিংস ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন হরভজন।

রিস্ট স্পিনারদের উপর বাজি ধরছেন ভাজ্জি

রিস্ট স্পিনারদের উপর বাজি ধরছেন ভাজ্জি

২২ নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলা দিন রাতের টেস্ট ম্যাচে রিস্ট স্পিনারদের উপর বাজি ধরছেন ভাজ্জি। হরভজনের মতে, 'নৈশালোকে গোলাপি বলে ফিংগার স্পিনারের থেকে রিস্ট স্পিনার অনেক বেশি কার্যকর হতে পারে। ' ভারতের প্রাক্তন অফ স্পিনার জুড়েছেন, 'গোলাপি বলের উপর কালো সেলাই। রাতের আলোয় ব্যাটসম্যানদের কাছে রিস্ট স্পিনারদের বিরুদ্ধে বলের গ্রিপ বোঝা কঠিন। '

ভারতের রিস্টস্পিনার অপশন

ভারতের রিস্টস্পিনার অপশন

ইডেন টেস্টে প্রথম একাদশে স্পিনবিভাগে কার থাকা উচিত সেই নির্বাচন নিয়ে কোনও মন্তব্য না করলেও, পরোক্ষে কুলদীপের কথাই যেন বুঝিয়ে দিলেন ভাজ্জি। ভারতের ঝুলিতে টেস্টে রিস্ট স্পিনার হিসেবে দলে রয়েছেন কুলদীপ যাদব।

 ইডেনে কুলদীপের হ্যাটট্রিক

ইডেনে কুলদীপের হ্যাটট্রিক

২০১৭ সালে এই ইডেনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে চায়নাম্যান কুলদীপের হ্যাটট্রিক রয়েছে। সেক্ষেত্রে রিস্ট স্পিনার কুলদীপ নাকি ফিঙ্গার স্পিনার অশ্বিন! ভারতীয় থিঙ্কট্যাঙ্ক গোলাপি বলের টেস্টে শেষ পর্যন্ত কাকে খেলান, সেটাই এখন দেখার।

English summary
Ind vs Ban Pink-ball day night Test: Harbhajan singh says, wrist spinners will have advantage
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X