For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে দিন রাতের টেস্ট খেলার আগে বোর্ডের বড় চিন্তা কী জেনে নিন

২২ নভেম্বর ইডেনে দিন রাতের টেস্ট আয়োজন নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।ম্যাচটি আয়োজনের আগে ভারতীয় বোর্ডকে ভাবাচ্ছে গোলাপি বল!

  • |
Google Oneindia Bengali News

২২ নভেম্বর ইডেনে দিন রাতের টেস্ট আয়োজন নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলে দিন রাতের ম্যাচ খেলতে চেয়ে সফরকারী দল বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে একমত হবে বলে প্রত্যাশায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচটি আয়োজনের আগে ভারতীয় বোর্ডকে ভাবাচ্ছে গোলাপি বল!

ভারতের মাটিতে এখনও গোলাপি বলে ম্যাচ হয়নি

ভারতের মাটিতে এখনও গোলাপি বলে ম্যাচ হয়নি

বিদেশে গোলাপি বলে দিন রাতের ম্যাচ আয়োজন হলেও ভারতের মাটিতে এখনও এই বলে আন্তর্জাতিক কোনও ম্যাচ খেলা হয়নি। ফলে ভারতের স্পিন সহায়ক উইকেটে এই বল কেমন আচরণ করবে সেই নিয়ে প্রশ্ন থাকছে!

নৈশালোকে খেলার সময় বলের পালিশ উঠে যাওয়ার পর,বল দেখার ক্ষেত্রে ক্রিকেটারদের কী কী সমস্যা তৈরি হতে পারে সেই নিয়েও ভাবছে বোর্ড।সেই জন্যই ভালো কোয়ালিটির গোলাপি বল ব্যবহার করা নিয়ে শুরু থেকেই উঠে পড়ে বসেছে বিসিসিআই। দেশের মাটিতে প্রথম দিন রাতের ম্যাচে গোলাপি বল নিয়ে ক্রিকেটারদের যেন কোনও অভিযোগ না থাকে, সেটাই প্রথম ও প্রধান লক্ষ্য সৌরভ অ্যান্ড কোম্পানির।

বলের যোগান বড় প্রশ্ন

বলের যোগান বড় প্রশ্ন

সঙ্গে বড় প্রশ্ন গোলাপি বলের সংখ্যা ও চরিত্র। ইডেনে ম্যাচের আগে ভালো কোয়ালিটির গোলাপি বল আয়োজন করা এখন বোর্ডের কাছে সবচেয়ে বড় ভাবনা। পাঁচ দিনের ম্যাচ ও তার আগে প্রস্তুতির জন্য ২৪টি ভালো গুণমানের গোলাপি বল আয়োজনে ব্যস্ত বিসিসিআই

বলের গুণমান নিয়েও প্রশ্ন রয়েছে

বলের গুণমান নিয়েও প্রশ্ন রয়েছে

বোর্ডের ঘয়োরা ক্রিকেটে অতীতে গোলাপি বল ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালে ইডেনে দলীপ ট্রফির দিন রাতের ম্যাচ হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে গোলাপি বল হিসবে এসজি'র পাশাপাশি ডিউক বলও ব্যবহার করা হয়েছে। ক্রিকেটারদের বড় অংশের অভিযোগ, 'ভারতের উইকেটের চরিত্র যেহেতু ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার থেকে রুক্ষ, সেকারণে এই উইকেটে ম্যাচের প্রথম ২০-৩০ ওভার পরই বলের আকার ও রঙ পরিবর্তন হয়ে যায়।' এবার যাতে বিরাট-শামি-অশ্বিনদের পক্ষ থেকে এমন কোনও অভিযোগ না উঠে আসে, সেই দিকটাই খতিয়ে দেখছে বোর্ড।

English summary
IND VS BANG: Quality, supply of pink balls is concern for bcci before day night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X