For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কিং কেনের অনন্য রেকর্ড

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বুমরাহ-জাদেজাদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়লেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই সঙ্গে এদিন বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ে ফেললেন কিং কেন।

  • |
Google Oneindia Bengali News

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বুমরাহ-জাদেজাদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়লেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই সঙ্গে এদিন বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ে ফেললেন কিং কেন।

ওপেনিংয়ে ব্যর্থ গাপটিল, হাল ধরলেন উইলিয়ামসন

ওপেনিংয়ে ব্যর্থ গাপটিল, হাল ধরলেন উইলিয়ামসন

ওপেনিংয়ে এদিন ১রান করে বুমরাহের শিকার হয়ে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল।তিন নম্বরে ব্যাট করতে এসে এরপর ইনিংসের হাল ধরেন কেন উইলিয়ামসন। ৯৫ বলে ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলেন কিং কেন। এই ইনিংসের সুবাদে রেকর্ড গড়লেন কিউয়ি অধিনায়ক।

কী সেই রেকর্ড?

কী সেই রেকর্ড?

এক বিশ্বকাপে কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি রান হাঁকানোর রেকর্ড ছিল মার্টিন গাপটিলের। ২০১৫ বিশ্বকাপে ৫৪৭ রান হাঁকিয়েছিলেন গাপটিল। এদিন ৬৭ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে কেন উইলিয়ামসনের রান এখন ৫৪৮ । গাপটিলকে টপকে এক বিশ্বকাপে কিউয়ি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকানোয় এক নম্বরে উঠে এলেন কেন।

 একনজরে এক বিশ্বকাপে কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান হাঁকিয়েছেন যারা

একনজরে এক বিশ্বকাপে কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান হাঁকিয়েছেন যারা

১) কেন উইলিয়ামসন ২০১৯ বিশ্বকাপ- ৫৪৮ রান
২)মার্টিন গাপটিল- ২০১৫ বিশ্বকাপ- ৫৪৭ রান
৩) স্কট স্টাইরিস- ২০০৭ বিশ্বকাপে ৪৯৯ রান।
৪)মার্টিন ক্রো-১৯৯২ বিশ্বকাপে ৪৫২ রান।
৫)স্টিফেন ফ্লেমিং-২০০৭ বিশ্বকাপে ৩৫৩ রান।

English summary
Ind vs Nz: Kane Williamsons record, becomes New Zealand’s highest run-scorer in a single World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X