For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপারম্যান ঋদ্ধিমানকে কেন ট্রিট দেবেন উমেশ, মজার ভিডিওতে জানা গেল আসল কারণ

সিরিজে শুরুর আগেই ঋদ্ধিমানকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে সার্টিফিকেট দিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দস্তানা হাতে এবার কোহলির মান রাখলেন বাংলার পাপালি।

  • |
Google Oneindia Bengali News

সিরিজ শুরুর আগেই ঋদ্ধিমানকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে সার্টিফিকেট দিয়েছিলেন অধিনায়ক। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দস্তানা হাতে এবার কোহলির মান রাখলেন বাংলার পাপালি। শনিবারের পর ম্যাচের চতুর্থ দিন রবিবারেও শূন্যে লাফিয়ে দুরন্ত ক্যাচে দি-ব্রুইনকে এদিন প্যাভিলিয়নে ফেরান ঋদ্ধি। যে ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সুপারম্যান ঋদ্ধিমানকে কেন ট্রিট দেবেন উমেশ, মজার ভিডিওতে জানা গেল আসল কারণ

একটা নয়, এদিন উমেশের বলে দু'বার লেগ সাইডে ক্যাচ ধরে দি ব্রুইন ও ফিল্যান্ডারকে আউট করেন ঋদ্ধি। আর যার বলে ক্যাচ ধরলেন সেই উমেশ এদিন পাপালির ভূয়সী প্রশংসা করেন। ম্যাচের পর উমেশ বলেন, 'উইকেটের পিছনে ঋদ্ধিদা থাকলে, লেগ সাইডে ভুল করে বল করলেও এখন উইকেট পাওয়ার সুযোগ থাকে। এদিন লেগ সাইডে দুবার ভুল জায়গায় বল করেও দুটি উইকেট পেয়েছি। পুরোটাই ঋদ্ধিমান দার কৃতিত্ব। অনবদ্য কিপার। ঋদ্ধি দা, উইকেটের পিছনে থাকলে দল নিশ্চিন্ত থাকে।'

ম্যাচ শেষে এই চ্যাটে পাল্টা প্রেজেন্টার সঞ্জয় মঞ্জরেকর, দুবার উমেশকে উইকেট পাইয়ে দেওয়ার জন্য ঋদ্ধির ট্রিট চাওয়া উচিত বলে জানান। যার উত্তরে ভারতীয় পেসারের থেকে দারুণ একটা জিনিস চেয়ে নিলেন পাপালি। ঋদ্ধিমান বলেন, 'গুজরাতি খাবারের ট্রিট পেলে মন্দ হত না।' উমেশও ঋদ্ধিকে গুজরাতি খানাপিনার এই ট্রিট দেওয়ার কথা দিলেন।

English summary
Ind vs Sa pune test: Umesh Yadav will give treat to wriddhiman saha for outstanding catch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X