For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কী রেকর্ড গড়লেন রোহিত শর্মা, দেখে নিন

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান। এদিন প্রোটিয়া বোলিং আক্রমণকে ক্লাবস্তরে নামিয়ে এনে চার-ছক্কার বন্যায় ১২৭ রান হাঁকালেন হিটম্যান রোহিত শর্মা। ইনিংস সাজানো ৭টি ছয় ও ১০টি চার দিয়ে

  • |
Google Oneindia Bengali News

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান। এদিন প্রোটিয়া বোলিং আক্রমণকে ক্লাবস্তরে নামিয়ে এনে চার-ছক্কার বন্যায় ১২৭ রান হাঁকালেন হিটম্যান রোহিত শর্মা। ইনিংস সাজানো ৭টি ছয় ও ১০টি চার দিয়ে।

একনজরে কী কী রেকর্ড গড়লেন হিটম্যান

ভারতীয়দের মধ্যে এক টেস্টে সবেচেয়ে বেশি ছক্কার রেকর্ড

এর আগে নভজ্যোত সিং সিধু শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউ টেস্টে ১৯৯৪ সালে ভারতীয়দের মধ্যে এক টেস্ট ম্যাচে সর্বাধিক ৯টি ছয় হাঁকিয়েছিলেন। ভাইজ্যাকে দুই ইনিংস মিলিয়ে ১৩টি ছয় হাঁকিয়ে আজ সেই রেকর্ড ভেঙে দেন হিটম্যান।

ক্রিকেটে তিন ফম্যার্টে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড

টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক ১০টি ছয় হাঁকানোর রেকর্ড রোহিতের দখলে(প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোর ২০১৭সাল)
ওডিআইয়ে এক ম্যাচে সর্বাধিক ১৬টি ছয় হাঁকানোর রেকর্ড হিটম্যানের ঝুলিতে, (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বেঙ্গালুরু ২০১৩ সালে)
এদিন এবার এক টেস্টে সর্বাধিক ১৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের দখলে করে নিলেন রোহিত। (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভাইজ্যাক টেস্ট, ২০১৯)

রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন

ঘরের মাঠে টানা ছয় ইনিংসে পঞ্চাশের বেশি রান হাঁকানোর রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের। ১৯৯৭-৯৮ ক্রিকেট মরসুমে ঘরের মাঠে টানা ছয় ইনিংসে ৫০-র বেশি রান করেছিলেন দ্রাবিড়। এদিন ঘরের মাঠে টানা ৭ ইনিংসে পঞ্চাশ প্লাস করে কিংবদন্তি দ্রাবিড়ের সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান।

রোহিতের আরও এক রেকর্ড

টেস্ট ক্রিকেটের ইতিহাসে রোহিত শর্মা প্রথম ক্রিকেটার, যে ওপেনার হিসেবে প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করলেন।

English summary
ind vs sa: Rohit Sharma becomes 1st cricketer hit 2 centuries as opener in his 1st test 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X