For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি: বুমরাহকে নিয়ে মালিঙ্গাব্রিগেডের এই পরিকল্পনা

চোট সারিয়ে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাইশ গজে ফিরছেন জসপ্রীত বুমরাহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেপ্টেম্বরে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে বুমরাহের চোট ধরা পড়েছিল।

  • |
Google Oneindia Bengali News

চোট সারিয়ে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাইশ গজে ফিরছেন জসপ্রীত বুমরাহ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেপ্টেম্বরে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে বুমরাহের চোট ধরা পড়েছিল। সেই চোট সারিয়ে নতুন বছরে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরছেন জসপ্রীত। এবার তাঁর জন্য আলাদা পরিকল্পনা সাজিয়েছে শ্রীলঙ্কান দল। লঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক মালিঙ্গা অবশ্য এমনটাই জানিয়েছেন।

 বুমরাহের কামব্যাক সহজ হবে না, মনে করছেন মালিঙ্গা

বুমরাহের কামব্যাক সহজ হবে না, মনে করছেন মালিঙ্গা

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে লাসিথ মালিঙ্গাকে বুমরাহের 'মেন্টর' বলা হয়। সেই মেন্টর মালিঙ্গা দীর্ঘদিন ধরে বুমরাহের সঙ্গে টি-টোয়েন্টি খেলেছেন। যার সুবাদে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বুমরাহের বোলিং পরিকল্পনা সম্পর্কে মালিঙ্গা অনেক বেশি ওয়াকিবহাল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে বুমরাহকে নিয়ে এবার মালিঙ্গা বলেছেন, 'এবার বুমরাহ চোট সারিয়ে ফিরছে। চোটের পর প্রত্যবর্তনের সময়ে অধিকাংশ বোলারই সমস্যায় পড়েন। দীর্ঘ কয়েক মাস বুমরাহ মাঠের বাইরে ছিল। ফলে ওর ক্ষেত্রেও কামব্যাকটা সহজ হবে না। জসপ্রীতের বোলিংয়ে পাল্টা চাপ তৈরি করে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা সেই সুবিধে নিতে চাইবে। '

বুমরাহের প্রশংসাও করেন মালিঙ্গা

বুমরাহের প্রশংসাও করেন মালিঙ্গা

অন্যদিকে জসপ্রীতকে নিয়ে প্রশংসাও করেছেন মালিঙ্গা। বলেন, 'বুমরাহের এই সাফল্য দেখে সত্যিই ভালো লাগে। দেশের হয়ে ও দারুণ ক্রিকেট খেলছে। সব ফর্ম্যাটেই ও উইকেট শিকারী বোলার। ওর সঙ্গে খেলার সুবাদে আমি বড়জোর ওর বোলিংয়ের শক্তি, দুর্বলতা এগুলো আমার দলের সতীর্থদের জানাতে পারি। মাঠে নেমে ওর বোলিংয়ের বিরুদ্ধে বাকি কাজটা কিন্তু দলের ব্যাটসম্যানদেরই করতে হবে।'

একনজরে বুমরাহের বোলিং কেরিয়ার

১২ টেস্ট খেলে বুমরাহের ঝুলিতে ৬২ উইকেট রয়েছে। ওডিআইয়ে এখনও পর্যন্ত জসপ্রীত ৫৮ ম্যাচ খেলে ১০৩টি উইকেট পেয়েছেন। অন্যদিকে দেশের হয়ে ৪২টি-টোয়েন্টিতে সংগ্রহ ৫১ উইকেট।

একনজরে মালিঙ্গার বোলিং কেরিয়ার

শ্রীলঙ্কান ক্রিকেটার মালিঙ্গা অন্যদিকে ৩০ টেস্টে ১০১টি উইকেট, ২২৬ ওডিআই ম্যাচে ৩৩৮টি উইকেট ও ৭৯ ম্যাচে ১০৬টি উইকেট পেয়েছেন।

English summary
Ind Vs Sri 2nd t20:Lasith Malinga on how they sl team can target Jasprit Bumrah after his comeback
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X