For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম শ্রীলঙ্কা:চোটের জন্য কার্যত সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান এই ক্রিকেটার

ভারত সফরে এসে মাঠে নামার আগেই চোটের কবলে পড়ে কার্যত সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার উসুরু উদানা।

  • |
Google Oneindia Bengali News

ভারত সফরে এসে মাঠে নামার আগেই চোটের কবলে পড়ে কার্যত সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার উসুরু উদানা।

 উদানার চোট

উদানার চোট

মঙ্গলবার ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার আগে ওয়ার্ম আপ করার সময় পিঠের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান। শ্রীলঙ্কান দল সূত্রে খবর শুক্রবার পুণেতে সিরিজের শেষ ম্যাচেও উদানাকে পাওয়া যাবে না। শ্রীলঙ্কান কোচ মিকি আর্থারও এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।

১৪৩ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বাঁ-হাতি পেসার উদানাকে ছাড়া ইন্দোরে শ্রীলঙ্কা দলকে বেশ চাপে পড়তে হয়। শেষ পর্যন্ত ম্যাচের ১৫ বল বাকি থাকতে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি হারে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দলের কোচ যা বললেন

শ্রীলঙ্কার দলের কোচ যা বললেন

উদানার চোট প্রসঙ্গে কোচ মিকি আর্থার বলেছেন, ' আমি ডাক্তার নই। তবে ড্রেসিংরুমে ওকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে দেখেছি। এখনও পর্যন্ত ওর ডাক্তারি রিপোর্ট আমার হাতে এসে পৌঁছয়নি। ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে আসন্ন সিরিজে উদানা দলে ফিরতে পারে।'

সামনেই বিশ্বকাপ, তাই উদানাকে নিয়ে ঝুঁকিতে না

সামনেই বিশ্বকাপ, তাই উদানাকে নিয়ে ঝুঁকিতে না

প্রসঙ্গত এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর রয়েছে। তার আগে এবছর শ্রীলঙ্কার ঠাসা সূচি রয়েছে। সেকারণে উদানাকে নিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কান কোচ ঝুঁকি নিতে নারাজ। এই প্রসঙ্গে মিকি আর্থার বলেছেন, 'এবছর আমাদের ঠাসা সূচি। তাই ওকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।'

ম্যাথিউসের না থাকা নিয়ে প্রশ্ন

ম্যাথিউসের না থাকা নিয়ে প্রশ্ন

অন্যদিকে ভারতের বিরুদ্ধে সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাথিউসকে দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৬ মাস পর দেশের হয়ে টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ ম্যাথিউস প্রত্যাবর্তন করলেও তিনি প্রথম একাদশে সুযোগ পেতে ব্যর্থ। শেষবার ২০১৮ সালের অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাথিউস টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ভারতের মাটিতে অতীতে একাধিক ম্যাচ খেলেছেন ম্যাথিউস।

সিরিজের ফল

সিরিজের ফল

উল্লেখ্য ৩ ম্যাচের সিরিজে ইন্দোর টি-টোয়েন্টি জিতে ভারতে এখন সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। পুণেতে ১০ জানুয়ারি সিরিজের ফাইনাল তথা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

English summary
Ind vs Sri t20: Injured Sri Lankan pacer Isuru Udana virtually ruled out for 3rd t20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X