For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ নয়, দলের ফোকাস এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 'মুম্বই মহারণ'

টস হেরে প্রথমে ব্যাটিং! শেষ কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে এই পরিস্থিতি যেন ভারতীয় দলের সামনে এক অশনিসংকেত!

  • |
Google Oneindia Bengali News

টস হেরে প্রথমে ব্যাটিং! শেষ কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে এই পরিস্থিতি যেন ভারতীয় দলের সামনে এক অশনিসংকেত!

টস হেরে শুরুতে ব্যাটিং করায় প্রতি ম্যাচেই অল্প রানে থামছে ভারতের ইনিংস। বিশ্বকাপের আগে যা নিয়ে চিন্তায় বিরাট-রোহিতদের ঘুম উড়েছে বলা যায়।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও কী একই পরিস্থিতি হবে, নাকি অজানা এই 'ফিয়ার ফ্যাক্টর' কাটিয়ে উঠতে পারবে ভারত! উত্তরের খোঁজে ক্রিকেট দুনিয়া। তার মাঝে রোহিত এদিন শুনিয়ে দিলেন বিশ্বকাপ নয়, তার ফোকাসে এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 'মুম্বই মহারণ'!

রোহিত যা বললেন

রোহিত যা বললেন

রোহিত বলেন, 'বিশ্বকাপের এখনও অনেকগুলো দিন বাকি রয়েছে। সেকারণেই দল তৈরি নিয়ে এখনই ভাবার প্রয়োজন নেই। এখন সামনের প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ই আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রতি ম্যাচ জিততে থাকলে অনায়াসে আমরা সঠিক দল নির্বাচন করে ফেলতে পারব। '

ভারতের চিন্তা

ভারতের চিন্তা

প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ফিল্ডিং ও বোলিংয়ে দুর্বল পারফর্ম্যান্স করায় তিরুবনন্তপুরমে শেষ ম্যাচ হেরে বসেছে ভারতীয় দল। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে শেষ তিন সিরিজে তিনবার প্রথম ব্যাট করে রোহিতরা ম্যাচ হেরেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরু টি-টোয়েন্টি, বাংলাদেশের বিরুদ্ধে দিল্লি টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুবনন্তপুরম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে হেরেছে ভারত।

পোলার্ডের অভিজ্ঞতা

পোলার্ডের অভিজ্ঞতা

অন্যদিকে ক্যারিবিয়ান দলের হয়ে তিরুবনন্তপুরম ম্যাচের নায়ক সিমন্স বলেন, মুম্বইয়ের মাঠে পোলার্ড ১০ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ফলে পিচ, পরিবেশ সবকিছুই পোলার্ড দারুণভাবে চেনেন।সেই অভিজ্ঞতা কাজে লাগবে।

English summary
IND VS Wi: Rohit Sharma says, There’s time for World T20s, focus on winning series against wi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X