For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কিংবদন্তি কালিসকে টপকে, সর্বাধিক ওডিআই রান হাঁকানোয় ৭ নম্বরে বিরাট

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কিংবদন্তি কালিসকে টপকে গেলে সর্বাধিক ওডিআই রান হাঁকানোয় ৭ নম্বরে বিরাট

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি জ্যাক কালিসকে টপকে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাত নম্বরে উঠে এলেন বিরাট কোহলি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কিংবদন্তি কালিসকে টপকে গেলে সর্বাধিক ওডিআই রান হাঁকানোয় ৭ নম্বরে বিরাট

এতদিন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড ব্যাটসম্যান জ্যাক কালিস এই জায়গায় ছিলেন। দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে জ্যাক কালিস ১১৫৭৯ ওডিআই রান হাঁকিয়েছেন। এদিনের ম্যাচে আগে এই রানের গণ্ডি থেকে বিরাট ৫৫ রানে পিছিয়ে ছিলেন। বিরাটের রান সংখ্যা ছিল ১১৫২৪ রান। এদিন ৫৬ রান করলে কালিসকে টপকে যেতেন বিরাট।

কটকে এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩১৬ রান তাড়া করতে নেমে রোহিত-রাহুলরা উইকেট দিয়ে আসার পর ক্রিজে টিঁকে থেকে ভারতকে ম্যাচের মধ্যে রাখেন বিরাট। সেই সঙ্গে ৫৬ রান হাঁকিয়ে ব্যাট হাতে শতরানের পথে এগিয়ে যান। যার সুবাদে কিংবদন্তি কালিসকে টপকে বিরাট এখন ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন। কটকে এদিন ৮৫ রান করে বিরাট আউট হয়েছেন। ৮১ বলে ৮৫ রান করেন কোহলি। এদিনের ইনিংস শেষে বিরাটের ওডিআই রানের সংখ্যা ১১৬০৯।

বিরাটের আগে ছয় নম্বরে রয়েছেন পাকিস্তানের লেজেন্ড ইনজিমাম উল হক। ওডিআই ক্রিকেট কেরিয়ারে ইনজির সংগ্রহ ছিল ১১৭৩৯ রান।

English summary
IND VS WI: VIRAT surpassing Jacques Kallis, become 7th highest odi run maker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X