For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোমুখি চলতি বিশ্বকাপের দুই অপরাজেয় দল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড লড়াই

বৃহস্পতিবার নটিংহ্যামে লড়াই বিশ্বকাপের অপরাজেয় দুই দলের। ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে অপরাজেয় রয়েছে ভারত, নিউজিল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার নটিংহ্যামে লড়াই বিশ্বকাপের অপরাজেয় দুই দলের। ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে অপরাজেয় রয়েছে ভারত, নিউজিল্যান্ড।( তিন ম্যাচ খেলে তিন ম্যাচেই জয় কিউয়িদের, দুই ম্যাচের দুটিতে জিতে দারুণ ছন্দে ভারত) সেই দুই প্রতিপক্ষই এবার আমনে সামনে। লক্ষ্মীবারে নটিংহ্যামে কোহলি-উইলিয়ামসনের ডুয়েলের দিকে তাকিয়ে ক্রিকেটদুনিয়া।

জলের তলায়

জলের তলায়

আগে এমন রেস্তরাঁ বা জলের তলায় কোনও কিছুর সাক্ষী থাকতে হলে ভিনদেশে পাড়ি দিতে হত। তবে এবার ভারতের আহমেদাবাদেই আপনি জলের তলায় বসে উপভোগ করতে পারবেন।

প্রস্তুতির হারের বদলার লড়াই মেন ইন ব্লু-র

প্রস্তুতির হারের বদলার লড়াই মেন ইন ব্লু-র

রানির দেশে বিশ্বকাপ খেলতে এসে কিউয়িদের কাছেই প্রথম ধাক্কা খেলছিল কোহলিরা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৭৯ রানে বিরাটদের গুটিয়ে দিয়েছিল ট্রেন্ট বোল্টরা। ওভালে কিউয়িদের হয়ে বোল্ট একাই চার উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে ৩৯.২ ওভার টিঁকে ছিল ভারত। জবাবে ৭৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচে নটিংহ্যামে এবার, প্রস্তুতির সেই লজ্জার হারের বদলা নিতে চাইবে কোহলিরা।

রিয়েল পোসেইডন

রিয়েল পোসেইডন

এছাড়া অতিথিদের আকৃষ্ট করার জন্য সেই জলাধারে চল্লিশ হাজার মাছও ছাড়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ওপেনিংয়ে ডবল আর, কোহলির চিন্তা চার!

ওপেনিংয়ে ডবল আর, কোহলির চিন্তা চার!

ভারতীয় দলের নতুন চিন্তা এখন ওপেনিং ও মিডল অর্ডার। আঙুলের হাড়ে চিড়, সেকারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন শিখর। ফলে রোহিত-ধাওয়ানের সফল জুটি ভাঙতেই হচ্ছে। ওপেনিং সেক্ষেত্রে ডবল আর, অর্থাৎ রোহিত আর রাহুল। সেক্ষেত্রে চার নম্বরে সম্ভবত ত্রাতা ধোনি, পাঁচে কেদার ও ছয়ে হার্দিক পান্ডিয়া।

রিসেপশন

রিসেপশন

রিয়েল পোসেইডন-এ ঢোকার আগে এখানেই প্রথম আসতে হবে আপনাকে। তারপরে আপনাকে নিয়ে যাওয়া হবে রেস্তরাঁয়।

হেনরি- নিসামের সুইং, ফার্গুসনের গতির বিরুদ্ধে রানের স্রোতের চ্যালেঞ্জ ভারতের

হেনরি- নিসামের সুইং, ফার্গুসনের গতির বিরুদ্ধে রানের স্রোতের চ্যালেঞ্জ ভারতের

টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় প্রথম পাঁচে এখন তিন কিউয়ি বোলার। ৮ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। ৭ উইকেট নিয়ে সতীর্থ ফার্গুসনকে জোর টক্কর দিচ্ছেন ম্যাট হেনরি। ৬ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে জেমস নিসাম। ফলে কোহলিরদের জন্য নটিংহ্যামে কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে বলাই যায়।

বিশাল জলাধার

বিশাল জলাধার

২ লক্ষ লিটারের বিশাল জলাধার তৈরি করে তার মধ্যে এই রেস্তরাঁ তৈরি করা হয়েছে।

ভারী বৃষ্টি ভ্রুকুটি

ভারী বৃষ্টি ভ্রুকুটি

হাওয়া অফিস জানিয়েছে ম্যাচের দিন ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হতে পারে।সেক্ষেত্রে মনে করা হচ্ছে ম্যাচের এক ইনিংস হওয়ার পরই লাঞ্চ টাইমে বৃষ্টি শুরু হলে ওভার কমতে পারে। সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জনসাধারণের জন্য উন্মোচিত

জনসাধারণের জন্য উন্মোচিত

এদিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হল রেস্তরাঁ। এখন দেখার এর খাবার কতোটা আকৃষ্ট করে আমজনতাকে।

English summary
India aim to revenge warm-up loss against New Zealand, heavy rain may spoil match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X