For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের শুরু আগে যে তিনটি দলকে প্রায় সব ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটার টুর্নামেন্টের নক আউট খেলার যোগ্য বলে ধরেছিলেন, সেই ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যথারীতি সেমি ফাইনাল খেলছে। সেই তালিকায় কিছুটা বেমানান হয়েই উঠে আসা নিউজিল্যান্ড কিন্তু লড়াই দিতে প্রস্তুত। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে কিউইরা। দেখে নেওয়া যাক বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে দুই দলের রেকর্ড।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১৪ জুন ১৯৭৫

ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডেরই ওই ম্য়াচে আগে ব্যাট করে ৬০ ওভারে ২৩০ রান তুলেছিল ভারত। ব্য়াটে-বলে কামাল দেখিয়েছিলেন আবিদ আলি। কিন্তু অধিনায়ক গ্লেন টার্নারের দুর্দান্ত শতরানের দৌলতে ওই ম্যাচ ৪ উইকেটে জেতে নিউজিল্যান্ড।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১৩ জুন ১৯৭৯

ইংল্যান্ডেই আয়োজিত বিশ্বকাপে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। লিডসের ওই ম্যাচে আগে ব্যাট করে ১৮২-র বেশি তুলতে পারেনি ভারত। ৮ উইকেটে ওই ম্যাচ জেতে ভারত।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১৪ অক্টোবর ১৯৮৭

টুর্নামেন্টের চতুর্থ ফরম্যাটে ঘরের মাটিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কপিল দেবের ভারতকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলেছিল জেফ ক্রোর নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর ওই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে ২৫২ রান তোলেন সুনীল গাভাস্কাররা। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে। ম্যাচ জেতে ভারত।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

৩১ অক্টোবর ১৯৮৭

একই বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হয়েছিল দুই দল। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়শনের মাঠের ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ২২১ রান তোলে নিউজিল্যান্ড। ম্যাচে হাটট্রিক করেন চেতন শর্মা। জবাবে ব্যাট করতে নামা ভারত সুনীল গাভাস্করের দুর্দান্ত সেঞ্চুরির দৌলতে ৩৩তম ওভারে ম্যাচ জিতে নেয়।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১২ মার্চ ১৯৯২

ঘরের মাঠ দুনেদিনে ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। মহম্মদ আজহারউদ্দিনের দলকে টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন মার্টিন ক্রো। ৫০ ওভারে ২৩০ রান তোলে ভারত। জবাবে ৪৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ড।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১২ জুন ১৯৯৯

ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫১ তুলেছিল ভারত। ৪৮.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ম্যাচ পকেটে পুরে সেমি ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিউজিল্যান্ড।

ভারত বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপে কার পাল্লা ভারী

১৪ মার্চ ২০০৩

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন মাঠে সুপার সিক্সের ম্যাচে মুতোমুখি হয় দুই দল। জাহির খানের বিষাক্ত বোলিংয়ে ১৪৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচ জেতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত।

English summary
India and New Zealand's head to head performance in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X