For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : করোনা ভাইরাসের জন্য লালার ব্যবহার বন্ধ বিরাটদের

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : করোনা ভাইরাসের জন্য লালার ব্যবহার বন্ধ বিরাটদের

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরু্দ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ও টেস্টে বিধ্বস্ত হওয়া টিম ইন্ডিয়া এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে। বৃহস্পতিবার ধর্মশালায় দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ। তার বিরাট কোহলি ও কাগিসো রাবাডার দ্বৈরথের থেকেও ম্যাচে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে বেশি আলোচনা চলছে দেশজুড়ে। সুস্থ থাকতে ভারতীয় ক্রিকেটাররা কী পদ্ধতি অবলম্বন করবেন, তা জেনে নেওয়া যাক।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

কাল অর্থাৎ বৃহস্পতিবার ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ লখনৌ-র একানা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

করোনার প্রভাব

করোনার প্রভাব

সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। ভারতেও ৬০ জনের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। বেঙ্গালুরু এবং দিল্লিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে করোনা। কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং রাজস্থানেও করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে।

খেলায় প্রভাব

খেলায় প্রভাব

করোনা নিয়ে বাড়বাড়ন্তের মধ্যে ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে ম্যাচ কীভাবে আয়োজন হবে, সে প্রশ্ন উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। বলেছেন, সমস্যা থেকে কীভাবে বাঁচা যায়, তা নিয়ে দলে আলোচনা হয়েছে। সবার মত অনুযায়ী ম্যাচে বল চমকানোর জন্য লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ভুবি। করোনার হাত থেকে বাঁচতে আর কী কী ভাবে সুরক্ষা করা যায়, তা নিয়ে দলে আলোচনা চলছে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার।

ফ্যানদের অবজ্ঞা

ফ্যানদের অবজ্ঞা

করোনার প্রভাব থেকে বাঁচতে ক্রিকেটারদের, ভক্তদের থেকে দূরে রাখা হতে পারে বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছিল। কিন্ত তাঁদের পক্ষে ভক্তদের সঙ্গে দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলেই জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তা বলে ফ্যানদের খুব কাছেও তাঁরা যাবেন না বলে জানিয়েছেন ভুবি।

English summary
India and South African cricketer might not use saliva for shinning ball
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X