For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পচা শামুকে পা কাটতে রাজি নয় ভারত, আইরিশদের বিরুদ্ধে সন্তর্পণে জয় তোলাই লক্ষ হরমনপ্রীতদের

২ ম্যাচে ২ জয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মারকাটারি ক্রিকেট। আর দ্বিতীয় ম্য়াচে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো।

Google Oneindia Bengali News

২ ম্যাচে ২ জয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মারকাটারি ক্রিকেট। আর দ্বিতীয় ম্য়াচে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো। বলতে গেলে এখন পর্যন্ত মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স যথেষ্টই ভালো। আজ ভারতের প্রতিপক্ষ আয়ারল্য়ান্ড। যারা এখনও পর্যন্ত প্রতিযোগিতায় একটি ম্যাচও জিততে পারেনি। পেশাদারিত্বে ভারতীয় দলের ধারেকাছে আসবে না আইরিস দলটি। কিন্তু, আইরিসদের লড়াকু মানসিকতা সর্বজনবিদিত। তাই পচা শামুকে পা কাটাতে রাজি নন ভারতীয় টি-২০ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কওর।

পচা শামুকে পা কাটতে রাজি নয় ভারত, আইরিশদের বিরুদ্ধে সন্তর্পণে জয় তোলাই লক্ষ হরমনপ্রীতদের

গুয়ানার প্রভিডেন্স-এ এদিন আয়ারল্য়ান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই মাঠেই ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছিল। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেই ম্যাতে হরমনপ্রীতের অসাধারণ শতরান ক্রিকেট বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছে। স্বভাবতই ২টি ম্যাচে জয় এবং প্রভিডেন্সের মাঠে ভারতের ভালো ক্রিকেট এদিন হরমনপ্রীতদের মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখছে।

ইতিমধ্যে, ভারতের গ্রুপ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বলছে এদিনের ম্যাচ জিতে নিলে হাসতে হাসতে হরমনপ্রীত, মিথালি রাজ-রাও শেষ চার-এর জায়গা বুক করে নেবেন। তবু একটা কিন্তু কিন্তু রয়েছে ভারতীয় ড্রেসিং রুমে। কারণ, ভারত দুটো ম্যাচ জিতলেও সব ব্যাটসম্য়ানরা এখনও সেভাবে ভালো কিছু প্রদর্শন করতে পারেননি। হরমনপ্রীত-এর একক ব্যাটিং প্রদর্শনে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বের করেছে। পাকিস্তানের বিরুদ্ধে অভিজ্ঞতা দিয়ে দলকে জয়ের মুখ দেখিয়েছেন মিথালি রাজ। কিন্তু, দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা এবং ভেদা কষ্ণমূর্তির ব্যাটিং প্রদর্শন হতাশ করেছে। সুতরাং ভারতীয় দলের সকলেই চাইছেন আইরিশদের বিরুদ্ধে ফর্মে ফিরুক দলের এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তবে কিছুটা হলেও ভরসা দিয়েছে জেমাইমা রডরিগেজ-এর ব্যাটিং। টি-২০-এর অভিষেক ম্যাচেই দুরন্ত অর্ধ-শতরান করেছেন জেমাইমা।

ব্যাটিং-এর তুলনায় বোলিং-এ অবশ্য ভারতের প্রদর্শন অনেকবেশি আশাপ্রদ। অফ-ব্রেক বোলার ডাইয়ালান হেমালথা এবং লেগ স্পিনার পূণম যাদব ১০টি উইকেট নিয়েছেন। পেসারদের পারফরম্যান্স আর একটু উচ্চতায় উঠলে ভারতের পক্ষে ভালো বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতীয় দল- হরমনপ্রীত কওর(অধিনায়ক), স্মৃতি মান্ধানা, মিথালি রাজ, জেমাইমা রডরিগেজ, ভেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া, পূণম যাদব, রাধা যাদব, অনুজা পাটিল, একতা বিস্ট, ডাইয়ালান হেমালথা, মানসী জোশী, পূজা ভাস্তরাকার, অরুন্ধতি রেড্ডি।

আয়ারল্যান্ড দল- লরা ডেলানি (অধিনায়ক), কিম গার্থ, সেসেলিয়া জয়সে, আইসোবেল জয়সে, শওনা কাভানাঘ, অ্য়ামি কেনিয়ালি, গ্যাবি লুইস, লারা মার্টিজ, সিয়ারা মেটকাফে, লুসি ওরেইলি, সেলেস্টে রাক, এইমিয়ার রিচার্ডসন, ক্লেয়ার শিলিংটন, রেবেকা স্টকেল, ম্য়ারি ওয়ালড্রন।

English summary
Today India Women Cricket team is facing Ireland in ICC T-20 Women World Cup. If India wins this game then they will reach to the semifinal. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X