For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'দিন ব্যাপি বিশ্বকাপ সেমিফাইনাল, প্রবল বৃষ্টিই কি ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল?

মঙ্গলবার কিউয়িদের ইনিংসের শেষ দিকে বৃষ্টি শুরু। সেই ম্যাচেরই ফয়সলা হল বুধবার। শেষ পর্যন্ত দুদিন ব্যাপি সেমিফাইনালের লড়াই শেষে ভারতকে ১৮ রান হারিয়ে বিশ্বকাপ ফাইনালে গেল নিউজিল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল। মঙ্গলবার কিউয়িদের ইনিংসের শেষ দিকে বৃষ্টি শুরু। যারপর চার ঘণ্টা অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি। সেই ম্যাচেরই ফয়সলা হল বুধবার।

শেষ পর্যন্ত দুদিন ব্যাপি সেমিফাইনালের লড়াই শেষে ভারতকে ১৮ রান হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট পেল নিউজিল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এমন দুদিন ব্যাপি সেমিফাইনাল নকআউট নজিরবিহীন।

দুদিন ব্যাপি বিশ্বকাপ সেমিফাইনাল, প্রবল বৃষ্টিই কি ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল?

এর আগে বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি বাধা হলেও নকআউটের কোনও ম্যাচ রিজার্ভ ডে'তে হয়নি।সেক্ষেত্রে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারত-কিউয়ি সেমিফাইনালই টুর্নামেন্টের ইতিহাসে রিজার্ভ ডে'তে খেলা প্রথম নকআউট।

আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে চোখ রাখলে এটি অবশ্য দ্বিতীয় নকআউট ম্যাচ যা রিজার্ভ ডে'তে গড়াল। এর আগে ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বাধা হলে, ম্যাচ রিজার্ভ ডে'তে পরদিন খেলা হয়েছিল।

সেদিনও ভারী বৃষ্টি হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবার বিশ্বকাপ সেমিফাইনালে অবশ্য রিজার্ভ ডে'তে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও কোনও দলকেই সমস্যায় পড়তে হয়নি। রিজার্ভ ডে'তে ৫০ ওভারের কোটা পূর্ণ করে ভারতকে ২৪০ রানের টার্গেট ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড।

এরপরই ভারতের ব্যাটিং ধস! শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ২২১ রানে। ১৮ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে ওঠে কিউয়িরা।

ক্রিকেটবোদ্ধারা অবশ্য বৃষ্টির কারণে ম্যাচে তাল কাটাকেই ভারতের হারের কারণ হিসেবে তুলে ধরছেন। ক্রিকেটমহলের অনেকেরই মত, নির্দিষ্ট দিনে ম্যাচ হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।

মঙ্গলবার ভারী বৃষ্টির পর বুধবার, আজ গোটা দিন জুড়ে আবহাওয়া পরিষ্কার ছিল। তবে মঙ্গলের বৃষ্টিতে বাইশ গজ আর্দ্র থাকায় ভারতের বিরুদ্ধে কিউয়ি পেসাররা বল করার সময় শুরুতে সুবিধে পেয়েছেন।

২৪০ রান তাড়া করতে নেমে শুরুতেই ৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। কিউয়ি পেসার ম্যাট হেনরি, বোল্টদের সামনে গতি ও সুইংয়ের সামনে দিশা খুঁজে পাচ্ছিলেন না কোহলিরা। যার কারণ হিসেবে বৃষ্টির পর আর্দ্র পিচকে দায়ী করছেন অনেকে।

English summary
INDIA lost in rain interrupted CWC 2019 semifinal agaisnt nz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X