For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে পিচ নিয়ে প্রভাব খাটাচ্ছে ভারত? কী বললেন শোয়েব আখতার

বিশ্বকাপে তাঁদের ম্যাচগুলিতে পিচ তৈরির উপর প্রভাব খাটাচ্ছে ভারত। ক্রিকেট বিশ্বের একটা অংশের তরফ থেকে ওঠা দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেস ব্যাটারি শোয়েব আখতার।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে তাদের ম্যাচগুলিতে পিচ তৈরির উপর প্রভাব খাটাচ্ছে ভারত। ক্রিকেট বিশ্বের একটা অংশের তরফ থেকে ওঠা দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেস ব্যাটারি শোয়েব আখতার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ম্যানিপুলেশন নয়, সাউদাম্পদনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যোগ্য দল হিসেবে জিতেছে টিম ইন্ডিয়া।

তাঁর যুক্তির স্বপক্ষে কয়েকটি কারণও দর্শীয়েছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

পিচে প্রভাব বিস্তার করতে পারে, টসে তো নয়

পিচে প্রভাব বিস্তার করতে পারে, টসে তো নয়

যে বিশ্বকাপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে কড়া টক্করের মুখে পড়তে হচ্ছে, সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় কীভাবে পায় ভারত, এমন প্রশ্নে বিরক্তই হয়েছেন শোয়েব আখতার। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নিজের একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন পাক তারকা। আইসিসি-কে সিংহভাগ ফান্ডিং এবং টিভি রাইটস ভারতীয় ক্রিকেট বোর্ডই দেয় স্মরণ করিয়েও শোয়েবের বক্তব্য, ইংল্যান্ডের মতো নিউট্রাল ভেন্যুতে কোনো প্রভাব নয়, দক্ষতার ভিত্তিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকা কী করল

বরং ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মতো হাই প্রোফাইল দলের ব্যাটসম্যানদের আত্মসমর্পণ মোটেই মেনে নিতে পারছেন না শোয়েব। ম্যাচে ভারতের কৃতিত্বকে ছোট না করে, প্রোটিয়াদের ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া উচিত বলেই মনে করেন রাউলপিন্ডি এক্সপ্রেস। রীতিমতো বিরক্তির সুরে বলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চে এবং ইংল্যান্ডের মতো মাঠে বল তো একটু বেশি নড়াচড়া করবেই। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা বুঝেশুনে খেললে, তাঁদের স্কোর হেসেখেলে আড়াইশো থেকে পৌনে তিনশোর কাছাকাছি পৌঁছতে পারত বলেই দাবি শোয়েব আখতারের।

রোহিত, চাহল অ্যান্ড কং

রোহিত, চাহল অ্যান্ড কং

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা কম্পোজড ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। একই সঙ্গে যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের নিজ নিজ বিভাগে বিশ্বসেরার মতোই পারফরম্যান্স দিয়েছেন বলেই দাবি করেছেন শোয়েব আখতার।

ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান

ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেট দলও চার্জড আপ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মহারণ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেন শোয়েব। ভগবান সহায় থাকলে ভারতের বিরুদ্ধে লাগাতার বিশ্বকাপ হারার কলঙ্ক পাকিস্তান এবারই মুছতে পারে বলেও আশা প্রকাশ করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

English summary
India manipulating World Cup pitches? What is the Akhtar's point of view.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X