For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপিয়েরে ব্যতিক্রমি সূর্য-কিরণ বিরতি, কোহলিদের কাঠিন্য নিয়েই কটাক্ষ মহানাগরিকের

নেপিয়েরের মেয়র দাবি করেছেন, সূর্যের কিরণ ক্রিকেটাররা মাঠ ছেড়ে যাওয়ার কারণ হিসেবে যথেষ্ট নয়।

  • |
Google Oneindia Bengali News

নেপিয়ারের ম্য়াকলিন পার্কে বুধবার (২৪ জানুয়ারি) নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এর ব্যতিক্রমি ঘটনা ঘটেছে। এর আগে ক্রিকেট মাঠে বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন আকাশ বা অন্য কোনও কারণে আলো কমে আসা, এমনকী আফ্রিকায় ভয়ঙ্কর মৌমাছির আগমনের কারণেও খেলা বন্ধ রাখতে দেখা গিয়েছে। কিন্তু নেপিয়ারে সম্পূর্ণ এক ভিন্ন কারণে আধ ঘন্টার মতো খেলা বন্ধ রাখা হয়েছিল।

কারণটা ছিল অস্তগামী সূর্য। তার কিরণ তেরছাভাবে এমন এক কোণে এসে পড়ছিল যে ব্যাটস্য়ান এমনকী ফিল্ডাররাও বল দেখতে পারছিলেন না। এই করণেই খেলা বন্ধ রাখা হয়েছিল। তবে খেলা মিটে যাওয়ার পর এই নিয়ে ভারত-নিউজিল্যান্ড দুই দলের ক্রিকেটারদেরই কাঠিন্য নিয়ে কটাক্ষ করলেন নেপিয়ারের মেয়র বিল ডাল্টন। তাঁর মতে বুধবার খেলা বন্ধ রাখার কোনও জুতসই কারণ ছিল না।

ফ্যাশন ম্যানিয়া

ফ্যাশন ম্যানিয়া

নরেন্দ্র মোদী যে ফ্যাশন সম্পর্কে সচেতন, এবং নিজের পোশাকের ক্ষেত্রে বিশে নজর দেন তা কারও অজানা নয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না মোদী সবসময় একটি ব্র্যান্ডের উপর ভরসা করে চলেন। তিনি সবসময় আহমেদাবাদের টেক্সটাইল ফ্যাক্টরি জেড ব্লু-এর থেকেই কেনাকাটি করেন।

কি ঘটেছিল?

কি ঘটেছিল?

রৌদ্রস্নাত ম্য়াকলিন পার্ক স্টেডিয়ামে ঘরের দল নিউজিল্যান্ড আগে ব্য়াট করে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গিয়েছিল। নৈশ্যভোজের বিরতির আগে পর্যন্ত ভারতের শুরুটাও হয়েছিল জবরদস্ত। তবে বিরতির পরই খেলা বন্ধ রাখতে হয়েছিল ওই প্রখর সূর্য-কিরণের জন্য। তবে এই খেলা বন্ধের খুব বেশি প্রভাব ম্যাচের ফলে পড়েনি। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে এক ওবার কমে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫৬, যা ভারত ৩৩ ওভারেই ৮ উইকেটে তুলে দিয়েছিল।

সোস্যাল মিডিয়া

সোস্যাল মিডিয়া

সোস্যাল মিডিয়া নিয়ে আলাদা একটি ভাললাগা রয়েছে মোদীর তা সবাই জানে। তিনি সোস্যাল মিডিয়ায় প্রচন্ডভাবে সক্রিয়ও। কিন্তু অনেকেই হয়তো জানেন না বই পড়তে খুব ভালবাসেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অবসর সময়ে কবিতা লেখাও খুব পছন্দের তার। ফটোগ্রাফিরও শখ রাখেন তিনি।

কোন আইনে বন্ধ হল খেলা?

কোন আইনে বন্ধ হল খেলা?

আইসিসির নিয়ম অনুযায়ী 'কোনও পরিস্থিতিতে যদি খেলোয়াড়দের নিরাপত্তার প্রকৃত এবং সুদূরপ্রসারী ঝুঁকি থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিস্থিতিকে বিপজ্জনক বলে গণ্য করতে হবে এবং খেলা বন্ধ রাখতে হবে। নেপিয়ারে বুধবার আম্পায়ার শন জর্জ সূর্যের আলো সরাসরি ব্যাটসম্যানদের চোখে পড়ার বিষয়টি নিশ্চিত করেই খেলোয়াড়দের মাঠ থেকে সাময়িক সরিয়ে নেন।

সেনার কর্মী

সেনার কর্মী

ছোটবেলায় ভারতীয় সেনার হয়ে ভলিন্টিয়ার হিসাবে কাজ করেছিলেন মোদী। ১৯৬৫ সালে ভারত পাক যুদ্ধের সময় তিনি রেল স্টেশনে ভারতীয় সেনার হয়ে সেবাকর্ম করেছিলেন।

মেয়রের কটাক্ষ

মেয়রের কটাক্ষ

আম্পায়াররা আইন মেনে কাজ করলেও তাঁর শহর আধঘন্টার জন্য খেলা থেকে বঞ্চিত হল, এমনটা মেনে নিতে পারেননি নেপিয়েরের মেয়র বিল ডাল্টন। তাঁর মতে এই খেলোয়াড়রা একটি আউটডোর স্পোর্টস-এরসঙ্গে যুক্ত। কাজেই চোখে রোদ পড়াটা তাদের খেলারই অংশ। তাঁর দাবি আউটডোর স্পোর্টস খেলার জন্য যে কাঠিন্য থাকা দরকার, তা এই ক্রিকেটারদের নেই।

স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবক

শুধু যুদ্ধের সময় নয়, ১৯৬৭ সালে গুজরাতে বন্যার সময় বন্যাপীড়িতদের সাহায্য করেছিলেন।

এরপর কি?

এরপর কি?

এরপর আগামী ২৬ জানুয়ারি মাউন্ট মাউগানুই-তে দুই দলের ক্রিকেটারদেরই সূর্য-কিরণ থেকে বাঁচতে অতি সাবধানতা নিতে দেখা যেতে পারে। তবে স্বস্তির কথা একদিনের সিরিজ বা তার পরের টি২০আই সিরিজের আর কোনও ম্যাচ নেপিয়ারে না থাকায় বাকি ম্যাচগুলিতে সূর্য-কিরণ সমস্যা তৈরি করার সম্ভাবনা খুবই কম।

 রাজনীতিতে না

রাজনীতিতে না

নরেন্দ্র মোদী কখনও রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না। উনি সাধু হতে চেয়েছিলেন। কিন্তু স্বামী আত্মস্থানন্দর সঙ্গে দেখা করার পর তার জীবনে লক্ষ্য দিক পরিবর্তন করে।

English summary
Napier mayor has insisted that the sun glare was not reason enough for the cricketers to leave the field.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X