For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে এবার টিভি-তে টিম ইন্ডিয়ার ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, জেনে নিন সূচি

লকডাউনে এবার টিভি-তে টিম ইন্ডিয়ার ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, জেনে নিন সূচি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ বিশ্ব। বন্ধ রয়েছে ক্রিকেট সহ সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। স্থগিত রয়েছে আইপিএল। এমতাবস্থায় আরও একবার ক্রিকেট প্রেমীদের পাশে দাঁড়াল ব্রডকাস্টাররা। ৫০ ওভারের বিশ্বকাপের পর ইন্ডিয়ার ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ পুনঃপ্রচার শুরু হয়েছে।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী প্রায় ১৮ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা এক লক্ষেরও অনেক বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৯০ জনের।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেয় কেন্দ্র। তারপরেও সমস্যা অব্যাহত থাকায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। যদিও কেন্দ্র এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আরও পিছিয়ে কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃপ্রচার

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃপ্রচার

করোনা ভাইরাসের জেরে ক্রিকেট যখন স্তব্ধ, তখন ক্রিকেট প্রেমীদের মনোরঞ্জনের জন্য টিম ইন্ডিয়ার ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের যাত্রা পুনঃপ্রচার করার সিদ্ধান্ত নিল স্টার। এই টুর্নামেন্টেই প্রথমবার ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে পান মহেন্দ্র সিং ধোনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলেদের ছাড়াই দল পাঠানো হয় ওই বিশ্বকাপে। তা সত্ত্বেও ভারত যেভাবে টুর্নামেন্ট জিতেছিল, তা মনে রেখেছে বিশ্ব।

কবে, কখন, কোন ম্যাচ

কবে, কখন, কোন ম্যাচ

১) ১২ এপ্রিল বা আজ থেকেই শুরু হয়ে গিয়েছে এই সম্প্রচার। স্টার স্পোর্টস এক ও দুই চ্যানেলে প্রথম দিন দুপুর তিনটে থেকে দেখানো হয় ভারত বনাম পাকিস্তানের সেই বিখ্যাত সুপার ওভারের ম্যাচ।

২) ১৩ এপ্রিল একই সময় এবং একই চ্যানেলে ভারত বনাম নিউজিল্যান্ডের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফের সম্প্রচারিত হবে।

৩) যুবরাজ সিং-র ছয় ছক্কার জন্য বিখ্যাত ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ আগামী ১৪ এপ্রিল, পুনঃপ্রচার হবে।

৪) ১৫ এপ্রিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টানটান টি-টোয়েন্টি ম্যাচ আরও একবার দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা।

৫) ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ও ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৭ এপ্রিল সম্প্রচার করবে স্টার।

English summary
India's 2007 T20 World Cup journey will re-telecast ball-by-ball
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X