For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রেকর্ড, কেমন থাকবে আবহাওয়া?

রেকর্ড রানের ব্যবধানে আন্টিগুয়াতে প্রথম টেস্ট জেতার পর সাবিনা পার্কে ফের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ক্লিন সুইপ করতে বদ্ধপরিকর বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

রেকর্ড রানের ব্যবধানে আন্টিগুয়াতে প্রথম টেস্ট জেতার পর সাবিনা পার্কে ফের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ক্লিন সুইপ করতে বদ্ধপরিকর বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট শুরুর আগে দেখে নেওয়া যাক সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রেকর্ড কী বলছে। ম্যাচের পাঁচ দিন কিংসটনে আবহাওয়া কেমন থাকবে, সেদিকেও নজর ফেরানো যাক।

সামগ্রিক রেকর্ড

সামগ্রিক রেকর্ড

লেজেন্ড বিজয় হাজারের নেতৃত্বে ১৯৫৩ সালে সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারত। পলি উমরিগর, বিজয় মঞ্জরেকর এবং পঙ্কজ রায় সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এরপর থেকে সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। মাত্র দুটিতে জিততে সক্ষম হয়েছে। ১৯৭১ সালে এই মাঠে দ্বিশতরান হাঁকিয়েছিলেন দিলীপ সরদেশাই।

সাবিনা পার্কে প্রথম জয়

সাবিনা পার্কে প্রথম জয়

২০০৬ সালে রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সাবিনা পার্কে প্রথমবার টেস্ট ম্যাচ জেতে। ট্যাফ পিচে দুই ইনিংসে যথাক্রমে ৮১ ও ৬৮ রান (ম্যাচের সর্বোচ্চ) করেছিলেন দ্রাবিড়। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হরভজন সিং। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ৪৯ রানে টেস্ট জিতেছিল ভারত।

ভারতের রেকর্ড

ভারতের রেকর্ড

সর্বোচ্চ দলগত স্কোর : ২০১৬ সালে ৯ উইকেট হারিয়ে ৫০০ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

সর্বনিম্ন দলগত স্কোর : ১৯৭৬ সালে সাবিনা পার্কে ৯৭ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস।

ব্যক্তিগত সর্বোচ্চ রান : সাবিনা পার্কে টেস্টে ৪৩০ রান করেছেন রাহুল দ্রাবিড়। সেটাই এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান : ১৯৭১ সালে সাবিনা পার্কে ২১২ রানের ইনিংস খেলেছিলেন ভারতের দিলীপ সারদেশাই।

সর্বোচ্চ পার্টনারশিপ : ১৯৫৩ সালে পঙ্কজ রায় ও বিজয় মঞ্জরেকরের মধ্যে হওয়া ২৩৭ রানের পার্টনারশিপ সাবিনা পার্কে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

সর্বাধিক উইকেট : সাবিনা পার্কে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৬ উইকেট নিয়েছেন হরভজন সিং।

সেরা বোলিং : ২০০৬ সালে অনিল কুম্বলের ৭৮ রানে নেওয়া ৬ উইকেট এই মাঠে ভারতীয়দের মধ্যে সেরা।

ম্যাচের সেরা বোলিং : ১৯৮৩ সালে ১১৮ রানে ৮ উইকেট নিয়েছিলেন কপিল দেব।

 আবহাওয়া

আবহাওয়া

সাবিনা পার্কে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট মাঝেমাঝেই বৃষ্টিতে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। জানাচ্ছে, সাবিনা পার্কে টেস্টের প্রথম দিন ৫৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের বাকি চার দিনেও ছিটেফোটা বর্ষণ হবে বলে জানানো হয়েছে।

English summary
India's record at Sabina Park, Weather update of Kingston
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X