For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৮: টি২০ সিরিজে বিপজ্জনক হয়ে উঠতে পারেন এই ৪ ক্রিকেটার

অস্ট্রেলিয়ায় আসন্ন টি২০ সিরিজে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন এমন ৪ অজি খেলোয়াড়।
 

  • |
Google Oneindia Bengali News

২১ নভেম্বরে থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারতের তিন ম্যাচের টি২০ সিরিজ। ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একেবারে উড়িয়ে দিলেও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজটা করে দেখানো অত সহজ হবে না।

অস্ট্রেলিয়া দলে এইবার নেই তাদের সেরা দুই খেলোয়াড় স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারয এটা ভারতের জন্য একটা সুখবর ঠিকই, কিন্তু এই দুজনকে ছাড়াও টি -২0 সিরিজে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে অস্ট্রেলিয়া। আইপিএলের অভিজ্ঞতায় সম্বৃদ্ধ বেশ কয়েকজন অজি ক্রিকেটারই আসন্ন টি২০ সিরিজে মেন ইন ব্লুয়ের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। মাইখেল বেঙ্গলির পক্ষ থেকে এখানে এরকমই চার খেলোয়াড়ের কথা আলোচনা করা হল।

অ্যান্ড্রু টাই

অ্যান্ড্রু টাই

তালিকার প্রথম নাম অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই। তাঁর আন্তর্জাতিক রেকর্ড তেমন ঝকঝকে নয়। কিন্তু, গত কয়েক বছরে তিনি ক্রমাগত উন্নতি করে চলেছেন। এই মুহুর্তে তিনি টি২০ ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন। গত আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাবড় তাবড় ব্যাটসম্য়ানরাও তাঁর বলের বৈচিত্র্যে বিভ্রান্ত হয়েছিলেন। আইপিএল-এর সেই অভিজ্ঞতার কারণে ভারতীয় ব্যাটসম্য়ানদের অধিকাংশরই দুর্বলতা সম্পর্কে তিনি অবহিত। টি২০ সিরিজে কিন্তু তিনি ভারতের বিপক্ষে বিপজ্জনক বোলার হিসেবে দেখা দিতে পারেন। এইবার তাঁর সাহায্য়ে থাকছে অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা পিচও।

ক্রিস লিন

ক্রিস লিন

টি২০ সিরিজে যেসব অজি ব্যাটাররা ভারতের বিরুদ্ধে বড় রান করতে পারেন তাঁদের একজন হলেন ক্রিস লিন। আইপিএলে কেকেআর-এর হয়ে সেরা সেরা বোলিং লাইনআপকে ধ্বংস করেছেন তিনি। টি২০ ফর্ম্যাটে তিনি সবসময় বিপজ্জনক ব্যাটসম্য়ান। টাই-এর মতোই আন্তর্জাতিক ম্যাচে লিনেরও পারফরম্যান্স দারুণ কিছু নয়। তা সত্ত্বেও ব্য়াট হাতে আসন্ন সিরিজে তিনি ভারতীয় বোলারদের প্রধান মাথা-ব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

তালিকার তৃতীয় খেলোয়াড় 'অতুলনীয়' গ্লেন ম্যাক্সওয়েল। গত ৩-৪ বছরে টি২০ ফর্ম্যাটে সবচেয়ে সবচেয়ে বড় নামগুলির একটি। তার যতেষ্ট কারণও রয়েছে। ম্যাক্সওয়েলের সাম্প্রতিক ফর্ম অবশ্য ভাল নয়। এই নিয়ে অল্প বিস্তর কথাও শুরু হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি অবশ্যই নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন। তিনি 'অন দ্য রাইজ' খেলতে ভালবাসেন। অস্ট্রেলিয় পিচ যে ধরণের খেলার জন্য আদর্শ মঞ্চ। ম্যাক্সওয়েল গত বেশ কয়েকটি আইপিএলে ধারাবাহিকভাবে খেলে আসছেন। ফলে ভারতের অধিকাংশ বোলাররের শক্তি-দুর্বলতাই তাঁর জানা। এই বিষয়টিও তাঁর পক্ষে যাবে।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

গত কয়েক মাসে অ্যারন ফিঞ্চ তার জীবনের সেরা ফর্মে আছেন। ভারতের বিপক্ষে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণার সময় তাঁকে এই সিরিজে অজি অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ফিঞ্চ কিন্তু এর আগেই দক্ষ অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। বিরাট কোহলি-বাহিনীর জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন নয়া অস্ট্রেলিয় অধিনায়কই। টপ অর্ডারে তাঁর উইকেটটি এই সিরিজে ভারতীয় হবোলারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাঁকে যত দ্রুত পারা ।যায় ফিরিয়ে দিতে চাইবেন বুমরা-রা। কারণ একবার উউইকেটে জমে গেলে তিনি কিন্তু যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান করার ক্ষমতা রাখেন।

এই চার ক্রিকেটারকে নির্বিষ করে রাখতে পারলে বিরাট-বাহিনীর কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে।

English summary
4 Aussie players who could prove to be dangerous for India in the upcoming T20 series in Australia. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X