For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক শতরানে জোড়া পাখি মারলেন খোয়াজা - ছুঁলেন গেইলকে, পিছনে পড়লেন ডিভিলিয়ার্স

দিল্লি-তে পঞ্চম ম্যাচে সিরিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির করে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান উসমান খোয়াজা দুটি বড় রেকর্ড করলেন।

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয় ওপেনার উসমান খোয়াজার দুর্দান্ত ফর্ম অব্য়াহত রইল নয়াদিল্লির শেষ ম্যাচেও। বুধবার ফিরোজ শাহ কোটলায় ১০টি চার ও ২টি ছয় মেরে তিনি ১০৬ বলে ১০০ রানের আরও একটি মূল্যবান ইনিংস খেললেন। প্রথমে অ্যারণ ফিঞ্চ (২৭) ও পরে হ্যান্ডসকম্ব (৫২)-এর সঙ্গে জুটি বেঁধে ৩৩ ওভারে অজি ইনিংস ১৭৫ রানে পৌঁছে দেন তিনি।

ফলে এই নিয়ে রাঁচির পর সিরিজে দ্বিতীয় শতরান পেলেন তিনি, যা তাঁর কেরিয়ারের দ্বিতীয় শতরানও বটে। মোহালিতে ৯ রান আগে না থামনলে আরও একটি শতরান জুড়তে পারতেন ঝুলিতে। তবে তা না হলেও এদিনের ইনিংসে তিনি দুটি বড় রেকর্ড গড়ে ফেললেন। টপকে গেলেন এবি ডিভিলিয়ার্স-কে, ছুঁলেন ক্রিস গেইলকে।

চলতি সিরিজে খোয়াজার পরিসংখ্যান

চলতি সিরিজে খোয়াজার পরিসংখ্যান

চলতি সিরিজে খোয়াজা ৫ ম্যাচে রান করলেন যথাক্রমে - ৫০, ৩৮, ১০৪, ৯১ ও ১০০। ফলে ৫ ম্যাচে তাঁর মোট রান হল ৩৮৩।

ছুঁলেন ১৭ বছরের পুরনো রেকর্ড

ছুঁলেন ১৭ বছরের পুরনো রেকর্ড

এদিন অর্ধশতরান করার পরই তিনি ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান ব্য়াটসম্যান ক্রিসে গেইলের একটি ১৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেন। ২০০২ সালে গেইল ভারতের বিরুদ্ধে ১ সিরিজে ৪টি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন। এদিন তাঁর পাশে বসলেন খোয়াজা।

পিছনে ফেললেন ডিভিলিয়ার্সকে

পিছনে ফেললেন ডিভিলিয়ার্সকে

শুধু তাই নয় এদিন তিনি ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের রেকর্ডও। ২০১৫ সালে ভারতে ওডিআই সিরিজে ডিভিলিয়ার্স ৩৫৮ রান করেছিলেন। এতদিন পর্যন্ত ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে সেটাই ছিল সর্বোচ্চ রান। এদিন তা ভেঙে গেল খোয়াজার হাতে।

সমস্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া

সমস্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া

এই দুর্দান্ত ফর্মে ক্রিকেট অস্ট্রেলিয়াকে সমস্য়ায় ফেললেন তিনি। বিশ্বকাপে ফিঞ্চ-ওয়ার্নার জুটিকে ফেরানোর জন্য তৈরি ছিল অস্ট্রেলি.য়া। খোয়াজার এই পারফরম্যান্সের পর তাঁকে অবজ্ঞা করা যাবে না।

English summary
Scoring his second ODI century of the series against India in the fifth match in Delhi, Australia opener Usman Khawaja managed to script two big records. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X