For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপের টিকিট কাটার শেষ সুযোগ! লাইনে আছেন এই ৬ ক্রিকেটার

আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ এই ৬ ক্রিকেটারের বিশ্বকাপ দলে ঢোকার শেষ সুযোগ হবে।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি বিশ্বকাপ ২০১৯'এর আসর এবার বসছে 'ক্রিকেটের আঁতুড়ঘর' ইংল্যান্ডে। ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক সাড়ে তিন মাস বাকি। এই অবস্থায় ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডের মূল অংশটা মোটামুটি তৈরি। কিন্তু ১৫ জনের দলের বাকি সদস্যদের বাছাই এখনও চুড়ান্ত করা যায়নি। গত বেশ কয়েকটি সিরিজ ধরেই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় মূল দলের পাশাপাশি প্রায় সমমানের বিকল্প খেলোয়াড়দেরও দরকার হয়। ভারত কিন্তু বেশ কিছু প্রধান প্রধান জায়গার বিকল্পই এখনও স্থির করে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২টি টি২০আই ও ৫টি একদিনের ম্যাচই বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক কর্মসূচী। কাজেই আসন্ন সিরিজেই এই ফাঁকা জায়গাগুলি ভরাট করার নাম চুড়ান্ত করতে চাইছে মেন ইন ব্লুজ।

কেএল রাহুল

কেএল রাহুল

দারুণভাবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করার পর ২০১৮ সালে ক্রিকেটের তিন সংস্করণেই চুড়ান্ত ব্যর্থ হন তিনি। শুধু খারাপ ফর্ম নয়, এর সঙ্গে মাঠের বাইরের বিতর্কেও জড়িয়ে দল থেকে ছিটকে গিয়েছেন। লিস্ট-এ ক্রিকেট খেলে আপাতত ফর্মে ফেরার চেষ্টা করছেন। ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য এই কর্ণাটকির বিষয়ে আশাবাদী। আসন্ন সিরিজে সম্ভবত তাঁকে আর একটা সুযোগ দেওয়া হবে। তিনি আছেন তৃতীয় ওপেনারের দৌড়ে।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

এক বছরের বেশি সাদা বলের ক্রিকেট না খেললেও সম্প্রতি নির্বাচক প্রধান প্রসাদের কথায় ইঙ্গিত মিলেছে আসন্ন সিরিজে শেষ একচটা সুযোগ পেতে পারেন 'জিঙ্কস'। তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারলে সবচেয়ে লাভবান হবে ভারত। একদিকে ব্রিটিশ আবহাওয়ায় সুইংয়ের মোকাবিলায় তাঁর উন্নত টেকলিক কাজে আসবে, আবার তিনি ৪ নম্বরে খেললে ভারতের নড়বড়ে মিডল অর্ডার দৃঢ়তা পাবে।

উমেশ যাদব

উমেশ যাদব

জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি - প্রথম তিন জোরে বোলার ঠিক হয়ে রয়েছে। খোঁজ চলছে চতুর্থ জনের। উমেশের মতো অভিজ্ঞ বোলার এই জায়গাটি নিতে পারেন। সত্যি বলতে, উমেশের দুর্ভাগ্য খারাপ না খেলেই তাঁকে পরীক্ষায় বসতে হচ্ছে অন্যদের সঙ্গে। কারণ একই সময়ে, বাকি তিন অনেক বেশি ভাল খেলেছেন।

খলিল আহমেদ

খলিল আহমেদ

এই একই জায়গা লড়াইতে রয়েছেন এই তরুণ বাঁ-হাতি জোরে বোলারও। তিনি বাঁ-হাতি হওয়ায় তিনি দলে যুক্ত হলে ভারতের বোলিং বৈচিত্র আরও বাড়বে। সেই জন্য টিম ম্যানেজমেন্টও তাঁকে নিয়ে আগ্রহী। তিনি উন্নতি করার লক্ষ্মণ দেখালেও সমস্যা হল এখনও ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। এই সিরিজে একটা আগুনে পারফরম্যান্স তাঁর জন্য দলের দরজা খুলে দিতে পারে।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

২১ বছরের এই তরুণ উইকেটরক্ষক ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বকে আকৃষ্ট করেছেন। এখনই তাঁকে ধোনি-ক্রিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। নিউজিল্যান্ডে ধোনির হ্যামস্ট্রিংয়ের চোট কিন্তু বিপদের সঙ্কেত। তবে দীনেশ কার্তিকও দ্বিতীয় উইকেটরক্ষকের কাজ সামলে দিতে। বর্তমানে ফিনিশার হিসেবে তিনি একরকম দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। ভারতকে ৩ উইকেটরক্ষক নিয়ে যেতে বাধ্য করার শেষ সুযোগ পন্থ পাচ্ছেন।

বিজয় শঙ্কর

বিজয় শঙ্কর

সীমিত ওভারের ক্রিকেটে দলে অলাউন্ডার বেশি থাকা সবসময়ই সুবিধার। মাঠের বাইরের বিতর্কে হার্দিকের নির্বাসনে বিশ্বকাপের ঠিক আগে ভারত আরেক অলরাউন্ডার বিজয় শঙ্করকে খুঁজে পেয়েছে। তাঁর বোলিং অবশ্য শেষ সিরিজে পরীক্ষিত হয়নি। কেদার যাদব ব্যাটের পাশাপাশি বল হাতেও ভাল করলেও সত্যি বলতে ভারতের হাতে বিশ্বকাপের দলে হার্দিক ছাড়া আর কোনও অলরাউন্ডার নেই। আসন্ন সিরিজে বিজয় আরও একবার প্রভাবিত করতে পারলে ভারতের এই বিকল্প বাড়বে।

English summary
Upcoming India vs Australia limited-overs series will be the last opportunity for these 6 cricketers to make it to the World Cup squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X