For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পিন-স্বর্গে রাজ করলেন কামিন্স, তাও এল কোহলির ৪০তম শতরান! ভারত পৌঁছল লড়াকু রানে

স্পিনারদের স্বর্গে কামিন্স নিলেন ৪ উইকেট, তারপরেও ভারত বিরাট কোহলির ৪০তম শতরানের জোরে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫০ রান তুলল।

Google Oneindia Bengali News

নাগপুরের স্পিন সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে আগে বল করতে দেখে বিস্মিত হয়েছিলেন সবাই। সেই ফেটে যাওয়া পিচেই ৪ উইকেট শিকার করলেন অজি জোরে বোলার প্য়াট কামিন্স। এই কঠিন পিচেও এল বিরাট কোহলি (১১৬)-র ৪০তম শতরান। ভাল শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ বিজয় শঙ্কর (৪৬)। পুরো ৫০ ওভার ব্য়াট করতে না পারলেও ২৫০ রান তুলল ভারত।

এদিন কিন্তু বিরাট কোহলি আর বিশ্বকাপের অডিশন দেওয়া দুই অলরাউন্ডার বিজয় শঙ্কর ও রবীন্দ্র জাদেজা (২১) ছাড়া বাকি বারতীয় ব্য়াটিং-কে ব্যর্থই বলতে হবে। ব্য়াট চলল না আগের ম্য়াচের দুই নায়ক ধোনি (০) ও কেদার যাদব (১১)-এর। ব্যর্থ হলেন দুই ওপেনার রোহিত (০) ও শিখর (২১)। ভারতের চিন্তা বাড়িয়ে আরও একবার রান পেলেন না রায়ডু (১৮)-ও।

শুরু থেকে বিপদে

শুরু থেকে বিপদে

প্রথম ওভার থেকেই ভারতকে বিপদে ফেলেছিলেন কামিন্স। শুরুতে রোহিতকে ও শেষের দিকে কোহলি ও জাদেজার গুরুত্বপূর্ণ উইকেট এবং কুলদীপকে আউট করে ভারতের ব্য়াটিংকে সবচেয়ে বড় ধাক্কা দিলেন তিনিই। ৯ ওভারে হাত ঘুরিয়ে রান দিলেন মাত্র ২৯। রান বাঁচিয়ে তাঁকে যোগ্য করলেন লিয়ন (৪২-১) ও ম্যাক্সওয়েল (৪৫-১)। জাম্পা ২ উইকেট নিলেও মার খেলেন। রান দিলেন কুল্টার-নাইল-ও।

কোহলির ৪০তম শতরান

কোহলির ৪০তম শতরান

ভারত অধিনায়ককে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এদিন ৪০-তম একদিনের আন্তর্জাতিক শতরান এল তাঁর ব্য়াট থেকে। পরিস্থিতি ও পিচ বিচারে এই শথরানকে তাঁর সেরাগুলির মধ্যে রাখা যেতে পারে। এদিন আরও একবার প্রায় একার হাতেই দলের ইনিংস টানলেন তিনি। তবে ঠিক যেই সময় মারার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই কামিন্সের একটি বাজে বলে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ক্রমে বাড়ছেন শঙ্কর

ক্রমে বাড়ছেন শঙ্কর

তবে আলাদা করে বলতেই হবে বিজয় শঙ্করের কথা আগের হায়দরাবাদের পর এদিন আরও একবার ৪০-০এর ঘরের রানে আউট হলেন তিনি। শেষ পর্যন্ত রান আউট হলেও যতক্ষণ খেলছিলেন তিনি দারপুণ প্রভাবিত করেছেন। এদিন ১৭তম ওভারে রায়ডু আউট হওয়ার পর তাঁকে ৫ নম্বরে নামানো হয়। ক্রমশ কিন্তু বিকল্প অলরাউন্ডার থেকে প্রথম একাদশের মিডল অর্ডার ব্য়াটসম্য়ান হিসেবে নিজেকে তুলে ধরছেন শঙ্কর। আগামী ৩ ম্য়াচে রায়ডুর সঙ্গে জোর টক্কর দেখা যেতে পারে।

জাদেজার মূল্যবান সঙ্গত

জাদেজার মূল্যবান সঙ্গত

রবীন্দ্র জাদেজার ৪০ বলে ২১ রানের ইনিংসটি আপাত দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ না মনে হলেও এদিন দারুণ মূল্যবান একটি ইনিংস খেললেন তিনি। ৩৩তম ওভারে পরপর কেদার ও ধোনির বিদায়ে খাদের মুখে চলে গিয়েছিল ভারত। একদিক ধরে রেখে বিরাটকে ডানা মেলার সুযোগ করে দেন জাদেজা।

বিশ্বকাপের আগে নতুন চিন্তা

বিশ্বকাপের আগে নতুন চিন্তা

তবে ভারতের নতুন চিন্তা হযে উঠেছে তাদের ওপেনার জুটির সাম্প্রতিক ফর্ম। গত কয়েক বছরের বিস্ফোরক ধারাবাহিকতা হঠাতই উধাও হয়ে গিয়েছে তাদের ব্য়াট থেকে।

বিরাট শেষ পর্যন্ত থাকলে আরও ৩০-৪০ রান বেশি উঠতে পারত। এবার এই লক্ষ্যমাত্রার মধ্যে অজিদের বেঁধে ফেলতে পারে কি না ভারতীয় বোলিং আক্রমণ, সেটাই দেখার।

English summary
At spinners' heaven Cummins took 4 wickets, but India still registered 250 runs powered by Kohli's 40th century against Australia in the second ODI in Nagpur. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X