For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের গড়া ভিতে জুটিতে লুটলেন কোহলি-ধোনি! প্রত্যাশা মতোই অজিদের ভারত দিল বড় লক্ষ্যমাত্রা

বিরাট কোহলি এমএস ধোনি জুটির আক্রমণের ফলে ভারত বেঙ্গালুরু-তে টি২০আই সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় লক্ষ্যমাত্রা দিল।

  • |
Google Oneindia Bengali News

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে টি২০আই সিরিজের আগে ব্য়াট করতে নেমে কেএল রাহুলের সৌজন্যে (২৬ বলে ৪৭) দারুণ শুরু করছিল ভারত। মাঝে একটু পথ হারালেও তারপর ইনিংস টানলেন বিরাট কোহলি (৩৮ বলে ৭২) ও এমএস ধোনি (২৩ বলে ৪০)। দুজনে জুটিতে ৫০ বলে ১০০ রান জুড়লেন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তুলল।

রাহুলের গড়া ভিতে জুটিতে লুটলেন কোহলি-ধোনি

প্রথম ম্য়াচের মতো এদিনও বেশ ভাল খেলেন কেএল রাহুল। একদিকে যখন একেবারেই মারতে পারছিলেন না ধাওয়ান সেখানে অপর প্রান্তে খুব সুন্দরভাবে ইনিংস সাজালেন রাহুল। প্রথম ৪ ওভারে দেখে শুনে খেলে তার পরের দুই ওভারে তীব্র মারলেন। ফলে প্রথম পাওযার প্লের শেষে ভারত বিনা উইকেটে ৫৩ রানে পৌঁছেছিল।

কিন্তু তারপরের কয়েক ওভারেই পথ হারায় ভারতীয় ব্য়াটিং। যতটাই ভাল খেলছিলেন রাহুল, ঠিক ততটাই বাজে আউট হলেন। ক্যুল্টার-নাইলের একটি আঁটসাঁট লাইনের বল ওড়াতে গিয়ে সহজ ক্যাচ দিলেন থার্ডম্য়ান অঞ্চলে। এরপর ২৪ বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৪ করে ফেরেন ধাওয়ানও। পন্থ (৬ বলে ১) এদিনও বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ১১ ওভারের শেষে ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ৭৪।

আর এখান থেকেই খেলাটা ধরেন ধোনি ও কোহলি। প্রথম দিকে খানিক মন দিয়েছিলেন ইনিংস থিতু করাতে। প্রথম ২৫ বলে তাদের জুটি তোলে ৩৯ রান। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১১৩/৩।

এরপরই খোলস ছেড়ে বের হন দুইজনে। বিশেষ করে কোহলি আরও একবার দেখালেন সব ফর্ম্যাটে কেন তিনিই সেরা। নাথান ক্যুল্টার নাইলের ১৬তম ওভারেই পর পর ৩টি ছয় মারেন। ১৭ তম ওভারে জাম্পা ভাল বল করায় স্পিনার কাজে দেবে ভেবে ডার্সি শর্টকে ১৮তম ওবার করতে দিয়েছিলেন ফিঞ্চ।

সেই ওভারে ধোনি ২টি ছয় ও একটি ৪ মারেন। মোট ১৯ রান আসে। আগের ম্য়াচে মতন্থর ব্যাটিং-এর জন্য তাঁর অবসরের দাবি উঠেছিল। পরের ম্যাচেই জবাব দিলেন তিনি।

একেবারে শেষ ওভারে ধোনি আউট হলেও, শেষ বলেও ছয় মেরে ভারতের ইনিংস ১৯০ রানে পৌঁছে দেন কোহলি। এদিন তিনি মোট ৬টি ছয় মারেন। ধোনি মারেন ৩টি। কেএল রাহুলও ৪টি ছয় মেরেছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে খুব ভাল বল করেছেন বেহরেনডর্ফ ও জাম্পা। দুজনেই ওভার প্রতি ৬ রানের কম দিয়েছেন। ১টি উইকেটও পেয়েছেন বেহরেনডর্ফ।

English summary
With the help of the assault of Virat Kohli, MS Dhoni partnership India have set a big target against Australia in the second match of the T20I series in Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X