For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাডম্যাক্সের দুরন্ত শতরানে ম্লান বিরাট-ধোনির পরাক্রম! ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেলেন নেতা কোহলি

পঞ্চাশ বলে শতরান করে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ এবং ২-০ ব্যবধানে সিরিজ জেতালেন।

  • |
Google Oneindia Bengali News

মাঠে নামলে পঞ্চম ওভারে, মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। মাঝে ৫৫ বল খেলে ৯টি ছয় ও ৭টি চার মেরে গ্লেন ম্যাক্সওয়েল করলেন ১১৩। সঙ্গে যোগ্য সহায়তা করলেন ডার্সি শর্ট (২৮ বলে ৪০)। ৩ উইকেটেই ভারতের ১৯১ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল অজিরা। ফলে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে দ্বিতীয় টি২০আইতেও হেরে ভারত ২-০ ফলে সিরিজ খোয়ালো।

ম্যাডম্য়াক্সের দুরন্ত শতরানে ম্লান বিরাট-ধোনির পরাক্রম

সব ফর্ম্যাট মিলিয়ে এই প্রথম ঘরের মাঠে সিরিজ হারের স্বাদ পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃথা হয়ে গেল তাঁর ও ধোনির লড়াই। এদিন আগে ব্য়াট করতে নেমে বিরাট কোহলি (৩৮ বলে ৭২*), কেএল রাহুল (২৬ বলে ৪৭) ও মহেন্দ্র সিং ধোনি (২৩ বলে ৪০)-র ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছিল ভারত।

রান তাড়া করতে নেমে এদিন ব্যাটিং অর্ডার বদলেও লাভ হয়নি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাঁর বদলে ওপেন করতে নেমে স্টইনিসও ১১ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান সিদ্ধার্থ কলের বলে। ফিঞ্চ-ও ৭ বলে ৮-এর বেশি করতে পারেননি। কিন্তু প্রথমে ডার্সি শর্টের সঙ্গে ৭৩ রানের ও পরে হ্যান্ডসকম্ব (১৮ বলে ২০)-এর শঙ্গে ৯৯ রানের দুটি জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ম্যাডম্যাক্স।

এদিন ভারতের পক্ষে ২ উইকেট নিলেও ৪ ওভারে ৩৮ রান দিলেন বিজয় শঙ্কর। উমেশ যাদবের বদলে দলে আসা সিদ্ধার্থ কল প্রথম দুই ওভারে ১৭ রান দিলেও ডেথে প্রচন্ড মার খেলেন। শেষ পর্যন্ত ৩.৪ ওভারে দিলেন ৪৫ রান। ৪৭ রান দিয়ে উইকেট বিহীন থারকলেন চাহালও। তবে বোলারদের দোষ দিয়ে লাভ নেই, উইকেট ছিলই ব্যাটসম্য়ানদের স্বর্গরাজ্য।

বস্তুত, এদিন টসে হেরেই অনেকটা পিছিয়ে পড়েছিল ভারত। এই উইকেটে কোনও স্কোরই নিরাপদ হত না। তারমধ্যে প্রথম পাওয়ার প্লের পরের ৫ ওভারে ভারত ৩ উইকেট হারায়। ফলে রান তোলার গতি থমকে গিয়েছিল। তারপর ধোনি-কোহলি প্রবল আক্রমণ করলেও সেই ঘাটতি মেটেনি।

English summary
Glenn Maxwell scored a fifty-ball century to help Australia win the second T20I match in Bengaluru against India and seals the series by 2-0 result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X