For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাঁচিতে রান তাড়ার কৌশলে ফিরল ভারত! বিশেষ সেনা-টুপিতে অপরিবর্তিত দল, অজিদের ১টি পরিবর্তন

রাঁচিতে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারত। 
 

Google Oneindia Bengali News

হায়দরাবাদ ও নাগপুরে টসে হারার পর রাঁটিতে এসে টস ভাগ্য ফিরল কোহলির। টসে জিততেই রান তাড়ার কৌশলেও ফিরল কোহলি ব্রিগেড। সন্ধ্যার পর শিশির বড় সমস্যা হতে পারে বলে জানিয়েছেন কোহলি। প্রথম দুই ম্য়াচের দলই অপরিবর্তিত রাখছে ভারত। অস্ট্রেলিয়া দলে অবশ্য নাথান কুল্টার নাইলের বদলে এসেছেন ঝাই রিচার্ডসন।

রাঁচিতে রান তাড়ার কৌশলে ফিরল ভারত

এদিন ভারতীয় দলের পোশাকে সামান্য পরিবর্তন ঘটেছে। সেনাবাহিনীর প্রতি সংহতি প্রদর্শনে এক বিশেষ সেনাটুপি পড়ে এদিন মাঠে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচের আগদে দলের সদস্যদের হাতে সেই টুপি তুলে দেন দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য তথা রাঁচির ঘরের ছেলে মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে পুরো বেতন ভারতীয় দল তুলে দেবে জাতীয় প্রতিরক্ষা তহবিলে।

পোশাকে খানিক পরিবর্তন হলেও দল অপরিবর্তিতই রাখা হয়েছে। এই ম্যাচের আগেই স্কোয়াডে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। বৃহ্পতিবার দলের পক্ষ থেকে তাঁকেই সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল। সব মিলিয়ে তিনি প্রথম একাদশে থাকবেন এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু, কোহলি জানিয়েছেন, আগের দুই ম্যাচ তাঁদের কাছে স্পেশাল ছিল। তাই সেই দুই ম্যাচের প্রথম একাদশ ভাঙতে চাননি।

রাঁচির উইকেট তাঁর বেশ শুকনো মনে হয়েছে। পরে শিশির বড় সমস্যা হয়ে উঠতে পারে বলেই তাঁরা রান কতাড়া করতে চেয়েছেন।

অপরদিকে অজি অধিনায়ক ফিঞ্চ জানিয়েছেন, উইকেট নিয়ে সম্যক ধারণা করতে পারেননি তাঁরা। তবে তাঁদের দলে একটি পরিবর্তন হয়েছে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন নাথান কুল্টার নাইল। তাঁর জায়গায় দলে এসেছেন 'কোহলি বধে' খ্যাতি পাওয়া ঝাই রিচার্ডসন।

দেখে নেওয়া যাক রাঁচিতে তৃতীয় একদিনের ম্য়াচের দুই দলের প্রথম একাদশ -

অস্ট্রেলিয়া: উসমান খোয়াজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ, মার্কাস স্টইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, নাথান লিয়ন ও ঝাই রিচার্ডসন।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা।

English summary
India have won the toss and have opted to field against Australia in the third match of the ODI series in Ranchi. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X