For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ওভারে 'প্রায়শ্চিত্ত' করে নায়ক বিজয় শঙ্কর! কী জানাচ্ছেন 'ম্য়ান অব দ্য মোমেন্ট'

ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ের পর বিজয় শঙ্কর বললেন, শেষ ওভারে ১০ রান আটকানোর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন।

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ড থেকেই তাঁর ব্যাটিং-এর দক্ষতা নিয়ে নিঃসন্দেহ ছিলেন নির্বাচকরা। প্রশ্ন ছিল তাঁর বোলিং নিয়ে। নাগপুরে দ্বিতীয় ম্য়াচে প্রথমে এক ওভারে ১৩ রান দিয়েও শেষ ওবারে দারুণভাবে 'প্রায়শ্চিত্ত' করলেন তিনি। ৩ বলের মধ্যে সেট ব্যাটসম্যান স্টইনিস ও অ্যাডাম জাম্পার উইকেট তুলে নিয়ে ভারতকে জেতালেন ৮ রানে। ম্যাচের সেরা অবশ্যই বিরাট কোহলি, তবে এই মুহূর্তের নাযক অবশ্যই বিজয় শঙ্কর।

শেষ ওভারে প্রায়শ্চিত্ত করে নায়ক বিজয় শঙ্কর

ম্যাচের পর তিনি জানালেন শুরুতে ১ ওভারে ১৩ রান দিয়ে মনে মনে দগ্ধ হচ্ছিলেন তিনি। ৪০ ওভারের পর থেকেই চাপের মুখে নিজেকে প্রমাণ করে টিম ম্যানেজমেন্টের আস্থা জিততে চেয়েছিলেন। তিনি জানান, মনে মনে শেষ ওভারে ১০ রান অন্তত বাঁচানোর পরিকল্পনা কষে চলছিলেন।

কি কি করবেন তা মনে মনে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু সুযোগ আসছিল না। শেষ পর্যন্ত সুযোগ আসে একেবারে এসপাড়-ওসপাড় অবস্থায়। শামি, বুমরা, কুলদীপ, জাদেজা - সবারই ১০ ওভার খতম হয়েছিল। বিরাটের হাতে বিকল্প ছিল কেদার ও বিজয়। সবাইকে অবাক করে ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেওয়া কেদারকে না দিয়ে বিরাট বল তুলে দেন শঙ্করের হাতে।

আর চাপের পরীক্ষায় লেটার-সহ পাস করলেন বিজয়। তিনি অবশ্য দাবি করেছেন, শেষ ওভারে বল করতে গিয়ে তাঁর উপর বিশেষ চাপ ছিল না। ৪০ ওভারের পর থেকেই যে মানসিক প্রস্তুতি সেড়ে রেখেছিলেন তা কাজে আসে।

তিনি জানিয়েছেন, পিচ ও ল সম্পর্কে ধারণা দিয়েচিলেন বুমরা-ও। বুমরা তাঁকে জানান, বল কিছুটা রিভার্স সুইং করছে। পিচের বাউন্স-ও সামান্য কম থাকায় চাপের সময় লেন্থ ঠিক রাখাও কঠিন ছিল। কিন্তু, কি করতে চান তা সম্পর্কে মনে স্পষ্ট ধারণা থাকায় তিনি সেই পরীক্ষায় সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

English summary
After India's thrilling win against Australia in the second match of the ODI series Vijay Shankar said he was mentally ready to defend 10 in the last over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X