For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতে চোট পেলেন ধোনি, খেলা নিয়ে সংশয়! হায়দরাবাদে উইকেটের পিছনে কে - শুরু জল্পনা

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে এমএস ধোনিকে নাও পাওয়া যেতে পারে। শুক্রবার অনুশীলনের সময় তাঁর হাতে আঘাত লেগেছে।

Google Oneindia Bengali News

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারত ধোনিকে নাও পেতে পারে। শুক্রবার অনুশীলনে ব্য়াট করার সময় তিনি হাতে জোর আঘাত পেয়েছেন। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে থ্রো ডাউন নেওয়ার সময়, একটি বল হঠাত লাফিয়ে উঠে সজোরে লাগে ধোনির হাতে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধোনির চোখে-মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে।

হাতে চোট পেলেন ধোনি, খেলা নিয়ে সংশয়

ততক্ষণাত তিনি নেট ছেড়ে চলে যান। আর ফিরে আসেননি। নেটের বাইরে হাতে আইসপ্যাক জড়িয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। অবশ্য সেই সময় খোশ মেজাজেই ছিলেন। সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টাও করতে দেখা যায়।

হাতে চোট পেলেন ধোনি, খেলা নিয়ে সংশয়

ধোনি না খেললে ভারতের হাতে দুটি বিকল্প রয়েছে। ঋষভ পন্থ ও কেএল রাহুল। যদিও রাহুলকে দলে ব্য়াটম্যান হিসেবেই নেওয়া হয়েছে। তবে ধোনিকে নিয়ে সিদ্ধান্ত হবে ম্য়াচের আগে বলেই জানা গিয়েছে। এই সিরিজে ভারতীয় দলের মূল অংশকে বেশি নাড়াঘাঁটা করা হবে না বলেই জানিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। এই আকস্মিক ঘটনায় সেই পরিকল্পনা ধাক্কা খেতে পারে।

English summary
MS Dhoni might not be available for the first ODI against Australia at Hyderabad. He has suffered an injury to his forearm during practice on Friday. 
 a
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X