For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগপুরে টিম ইন্ডিয়ার অপেক্ষায় বিরল ৫০০! ৪৫ বছরের ওডিআই ইতিহাসে রয়েছে অনেক মণিমুক্ত

একদিনের ক্রিকেটে ৫০০তম ম্যাচ জয়ের মুখে দাঁড়িয়ে ভারত। 
 

Google Oneindia Bengali News

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে এক বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে টিম ইন্ডিয়া। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে ভারত একদিনের ক্রিকেটে ৪৯৯-তম জয় পেয়েছিল। অর্থাত নাগপুরে জিততে পারলে এই জয় ভারতের ৫০০তম ওডিআই জয় হবে।

ক্রিকেট বিশ্বে ৫০০-এর বেশি ওডিআই ম্য়াচ জয়ের রেকর্ড একমাত্র রয়েছে অস্ট্রেলিয়ার। তাদের একদিনের ম্যাচ জেতার সংখ্য়া আপাতত ৫৫৮। সবচেয়ে বেশি ম্য়াচে জেতার তালিকায় এরপরেই রয়েছে ভারত। আর তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারতের থেকে ২২টি ম্যাচে কম জয় পেয়েছে তারা। একনজে দেখে নেওয়া যাক ভারতের একদিনের ক্রিকেটের বিভিন্ন রেকর্ড।

৪৫ বছরে ৫০০-এর মুখে

৪৫ বছরে ৫০০-এর মুখে

ভারত একদিনের ক্রিকেট খেলা শুরু করেছিল ১৯৭৪ সালের ১৩ জুলাই। তারপর থেকে গত ৪৫ বছরে মোট ৯৬২টি ওডিআই খেলে ভারত ৪৯৯টি ম্য়াচ জিতেছে। পরাজিত হয়েছে ৪১৪টিতে। অমিমাংসিত হয়েছে ৯টি ম্য়াচ। আর ৪০টি ম্য়াচে কোনও ফলাফল হয়নি।

সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ

সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ

একদিনের ম্যাচে ভারত সবচেয়ে বেশি জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। মোট ৯৯ ম্যাচের ৫৩টিতে জিতেছে ভারত। হেরেছে ৪১টিতে। ২টি টাই ও ফলাফলহীন ৩টিতে। জয়ের শতকরা হিসেব ৫৬.২৫। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ খারাপ। ১৩২টি ম্য়াচে খেলে জয় পেয়েছএ মাত্র ৪৮টিতে, আর পরাজিত হয়েছে ৭৪টিতে। ১০বার কোনও ফলাফল হয়নি। তবে ফলাফলের শতকরা হিসেবের নিরিখে ভারত সবচেয়ে সফল বাংলাদেশের বিরুদ্ধে। ৩৫টি ম্যাচের ২৯টিতে জিতেছে। শতকরা হিসেবে ৮৫.২৯ শতাংশ।

ভারতের বিশ্বকাপ রেকর্ড

ভারতের বিশ্বকাপ রেকর্ড

একদিনের ক্রিকেটের ১২টি বিশ্বকাপেই অংশ নিয়ে ভারত ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আর ২০০৩ সালে আরও একবার ফাইনালে পৌঁছেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত।

৩০০-এর সেঞ্চুরিতে প্রথম

৩০০-এর সেঞ্চুরিতে প্রথম

ভারত প্রথমবার একদিনের ক্রিকেটে ৩০০-এর বেশি রান তুলেছিল ১৯৯৬ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে। সেটা ছিল ভারতে ২৮৩তম একদিনের ম্য়াচ। কিন্তু তারপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দেশ হিসেবে ১০০তম ৩০০ রানের ইনিংস গড়ার রেকর্ড গড়ে ভারত।

ব্যক্তিগত রেকর্ড

ব্যক্তিগত রেকর্ড

এছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের একদিনের ক্রিকেটে ব্য়ক্তিগত রেকর্ডও আকর্ষণীয়। রোহিত শর্মা দ্বিশতরান করেছেন ৩টি, সেওয়াগের ২টি ও সচিন ১টি। এছাড়া সচিন, সৌরভ, দ্রাবিড়, কোহলি ও ধোনি - ৫ ব্য়াটসম্য়ানের একদিনের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান রয়েছে।

English summary
India is on the verge of registering their 500th win in the ODI cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X