For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া, লড়াই এবার ৫০ ওভারে! হায়দরাবাদেই শুরু বিশ্বকাপ-ধাঁধার সমাধান

হায়দরাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচের প্রিবিউ। এছাড়াও জেনে নিন ম্যাচের সময়, কোথায় দেখা যাবে, এবং দুই দল। 
 

Google Oneindia Bengali News

বিশ্বকাপের দল তো নয়, ঠিক যেন জিগস' পাজল। টুকরো জুড়ে জুড়ে গোটা ছবি তৈরি করতে হবে। এই টুকরোটা লাগানোর পরেই মনে হচ্ছে নমানানসই নয়, সরিয়ে অন্য টুকরো জুড়ে দাও। ঠিক এভাবেই তৈরি হচ্ছে বিশ্বকাপের দল। ছবিটা প্রায় সম্পূর্ণ। শেষ কয়েকটা জায়গা এখনও সাদা থেকে গিয়েছে।

শনিবার হায়দরাবাদ থেকে সেই টুকরোগুলোর সন্ধানই শুরু করছে টিম ইন্ডিয়া। শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের একদিনের সিরিজ। বিশ্বকাপের আগে এটাই বিরাট-বাহিনীর শেষ আন্তর্জাতিক সিরিজ। কাজেই টি২০-তে হারের পরও পরিকল্পনায় বদল আসার সম্ভাবনা নেই। বিরাট বলেছেন বিভিন্ন পরিস্থিতির মুখে ক্রিকেটারদের ফেলে পরীক্ষা করতে চান।

বিশ্বকাপের পরীক্ষা নিরীক্ষা

বিশ্বকাপের পরীক্ষা নিরীক্ষা

বিশ্বকাপের আগে শেষ একবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন চার ক্রিকেটার - কেএল রাহুল, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, ও সিদ্ধার্থ কল। আর দলের বাইরে থেকে তাদের অগ্রগতির দিকে নজর রাখবেন দীনেশ কার্তিক। টি২০ সিরিজের পর কিছুটা স্বস্তিতে আছেন রাহুল। আর অস্বস্তি বেড়েছে পন্থের। টিম ম্য়ানেজমেন্ট কিন্তু দুজনকেই যত বেশি সম্ভব সুযোগ দিতে চায়। বিজয় শঙ্কর বলে এখনও বিশেষ প্রভাবিত করতে পারেননি। কলের সুযোগ ক্ষিণ হলেও বাকিদের খারাপ পারফরম্যান্স তাঁর সামনে হঠাত সুযোগ করে দিতে পারে।

ঘাঁটা হবে না মূল অংশ

ঘাঁটা হবে না মূল অংশ

পরীক্ষা নিরীক্ষা চললেও দলের মূল অংশ আর বিশেষ ঘাঁটা হবে না বলে জানিয়ে দিয়েছেন কোহ-শাস্ত্রী। কারণ তাই রতে গিয়ে বিশ্বকাপের ঠিক আগের সিরিজটাই খোয়াতে চায় না ভারত। কাজেই আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহম্মদ শামিরা দলে ফিরবেন বলেই আশা করা হচ্ছে। ফলে অস্ট্রেলিয়ার পক্ষে টি২০ সিরিজের থেকে আকাশ-পাতাল তফাত হতে পারে ওয়ানডে মোকাবিলা।

বোলিং কম্বিনেশন

বোলিং কম্বিনেশন

অজি টপ অর্ডারের দায়িত্ব নেবেন বুমরা। আর ম্য়াক্সওয়েল, শর্ট, মার্শদের মিডল অর্ডারে রান শুষে নেওয়ার ভার থাকবে কুল-চা জুটির পাশাপাশি কেদার যাদবের উপরেও।

উজ্জীবিত অস্ট্রেলিয়া

উজ্জীবিত অস্ট্রেলিয়া

দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনও ধরণের ক্রিকেটেই সুবিধা করে উঠতে না পারার পর, পাল্টা সফরে টি২০ সিরিজ জিতে এই মুহূর্তে মানসিকভাবে দারুণ চাঙ্গা অস্ট্রেলিয়া দল। একবার জয়ের ছন্দ পাওয়ার পর তা আর হারাতে চাইবে না তারা। টি২০ সিরিজে ভাল বল করেছেন অ্যাডাম জাম্পা। তাঁর সঙ্গে নাথান লিয়ন যোগ দেওয়ায় অজিদের স্পিন বিভাগ মজবুত হয়েছে। আহত কেন রিচার্ডসনের জায়গায় এসেচেন অ্যান্ড্রু টাই। তিনি তাঁর আইপিএল-এর অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

দুই দলের স্কোয়াড

দুই দলের স্কোয়াড

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্থ, সিদ্ধার্থ কল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, শন মার্শ, মার্কাস স্টইনিস, উসমান খোয়াজা, অ্যালেক্স কেরি, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন টার্নার, অ্যাডাম জাম্পা, জেসন বেহেরনডর্ফ, ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যান্ড্রু টাই, নাথান কুল্টার-নাইল , নাথান লিয়ন।

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওডিআই
স্থান- হায়দরাবাদ
তারিখ - ২ মার্চ, শনিবার
সময় - দুপুর ১.৩০
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার

English summary

 Preview of the Ist ODI match between India and Australia in Hyderabad. Also find out the match timing, where to watch, and possible the squads.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X