For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জের, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনিশ্চিত হতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজও!

করোনার জের, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনিশ্চিত হতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজও!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে ততই সঙ্কুচিত হচ্ছে প্রভাবিত দেশগুলি। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় গত ১৩ মার্চ নতুন ভিসা মঞ্জুর করছে না ভারত সরকার। একই ভাবে অস্ট্রেলিয়াতেও বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশিদের যাতায়াত। শোনা যাচ্ছে, করোনার প্রভাব না কমলে নাকি ক্যাঙারুর দেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই অনিশ্চিত হতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

নোবেল করোনা ভাইরাসে বিশ্বব্যাপী একত্রিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছ। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ২৫ জন। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। অস্ট্রেলিয়ায় করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৬ জন। আক্রান্ত হয়েছেন ৩৯৬৯ জন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত-অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত-অস্ট্রেলিয়া

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে সেই টুর্নামেন্টের ভবিষ্যত প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্টের সব যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। অন্যদিকে ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। দুই দলের মধ্যে চারটি টেস্ট ম্যাচ হওয়ার কথা।

৬ মাস জারি থাকতে পারে নিষেধাজ্ঞা

৬ মাস জারি থাকতে পারে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে তাঁদের দেশে বিদেশিদের প্রবেশ নিষেধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৬ মাস বাড়তে পারে। তেমনটা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কী বলছে বিসিসিআই

কী বলছে বিসিসিআই

এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিসিসিআই। ততদিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে এলে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে ভারতীয় বোর্ডের আশা। তবে করোনা ভাইরাসের প্রভাব কাটার সঙ্গে সঙ্গে ক্রিকেট শুরু করা কঠিন হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

English summary
India vs Australia series may affected if coronavirus not come in control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X