For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোমুখি ভারত-বাংলাদেশ, টি-টোয়েন্টিতে দুই দলের কিছু স্মরণীয় ম্যাচে চোখ বুলিয়ে নিন

মুখোমুখি ভারত-বাংলাদেশ, টি-টোয়েন্টিতে দুই দলের কিছু স্মরণীয় ম্যাচে চোখ বুলিয়ে নিন

  • |
Google Oneindia Bengali News

৩ নভেম্বর অর্থাৎ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হলে যেমনটা হয় আরকি! ভারত ও বাংলাদেশের মধ্যে এমনই ইতিহাস সৃষ্টি করা কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে চোখ বুলিয়ে নিন।

২০১৪-র বিশ্ব টি-টোয়েন্টি

২০১৪-র বিশ্ব টি-টোয়েন্টি

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। সেই টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচে আয়োজক দেশের মুখোমুখি হয়েছিল ভারত। শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছিল বাংলাদেশ। ৪৩ বলে ৪৪ রান করেছিলেন ওপেনার আমিনুল হক। ২৩ বলে ৩৩ রান করেছিলেন মহম্মদুল্লা রিয়াদ। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার অমিত মিশ্র। ২ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন।


জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল শুরুতেই ওপেনার শিখর ধাওয়ানকে (১) হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান দ্বিতীয় ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৪৪ বলে ৫৬ রান করে আউট হন হিটম্যান। ৫০ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন বিরাট। ৮ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় ক্রিকেট দল।

২০১৬-র এশিয়া কাপ

২০১৬-র এশিয়া কাপ

দুই বছর পর এশিয়া কাপে ফের ঘরের মাঠে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত ও বাংলাদেশ। প্রথমবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়া ওই এশিয়া কাপের ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল হোম টিম। ২৯ বলে ৩২ রান করেছিলেন সাব্বির রহমান। ১৩ বলে ৩৩ রান করেছিলেন মহম্মদুল্লা। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন, আশিষ নেহেরা, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪৪ বলে ৬০ রান করেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। ২৮ বলে ৪১ করেন বিরাট কোহলি।

২০১৬-র বিশ্ব টি-টোয়েন্টি

২০১৬-র বিশ্ব টি-টোয়েন্টি

২০১৬ সালে ভারতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ২৩ বলে ৩০ রান করেন সুরেশ রায়না। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন আল-আমিন-হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাত্র ১ রানে ম্যাচ হারেন টাইগার্সরা। ৩২ বলে ৩৫ রান করেন তামিম ইকবাল। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া।

২০১৮-র নিদাহাস ট্রফি

২০১৮-র নিদাহাস ট্রফি

২০১৮ সালে শ্রীলঙ্কায় হওয়া নিদাহাস ট্রফির ফাইনাল ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা লড়াই বলে ধরা হয়। টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল বাংলাদেশ। ৫০ বলে ৭৭ রান করেছিলেন সাব্বির রহমান। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহল।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ম্যাচ জিতলেও শেষ বল পর্যন্ত খেলা গড়ায়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতান অভিজ্ঞ দীনেশ কার্তিক।

English summary
India vs Bangladesh historical encounters in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X