For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টিতে দূষণ ভ্রুকুটি, কী বলছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

রবিবার দিল্লিতে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি।ইন্দো-বাংলাদেশের ক্রিকেট ডুয়েলের নিয়ে আলোচনার চেয়ে দিল্লির দূষণ । এবার দিল্লির দূষণ নিয়ে মুখ খুললেন সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

রবিবার দিল্লিতে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি।ইন্দো-বাংলাদেশের ক্রিকেট ডুয়েল নিয়ে আলোচনার চেয়ে দিল্লির দূষণ এবং তার মাঝে ক্রিকেট খেলা উচিত কিনা সেই নিয়ে চর্চা তুঙ্গে। এবার দিল্লির দূষণ নিয়ে মুখ খুললেন সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

দিল্লির দূষণের মাঝে ম্যাচ হওয়া কী উচিত? কী বললেন রোহিত

দিল্লির দূষণের মাঝে ম্যাচ হওয়া কী উচিত? কী বললেন রোহিত

ভারত অধিনায়ক রোহিত বলেছেন, 'দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে দূষণের কারণে ম্যাচে অসুবিধে হওয়ার কথা নয়। দিল্লিতে নামার পর শারীরিকভাবে অসুস্থবোধ করিনি।' সঙ্গে রোহিত জুড়েছেন ৩ নভেম্বর দিল্লিতে ম্যাচ হচ্ছে, অন্যত্র কোথাও সরছে না বলে শুনেছি। সেক্ষেত্রে ভারতীয় দলের পক্ষে কোনও অভিযোগ নেই।

মুখে দূষণ প্রতিরোধক মাস্ক পরে প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেটারের

রোহিত পরিবেশ নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই, এমন মন্তব্য করলেও এদিন দূষণ প্রতিরোধক মাস্ক পরে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস প্রস্তুতি সারেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়েছে।

ভারত সফরে দিল্লিতে মাস্ক পরে ক্রিকেট খেলেছিল শ্রীলঙ্কা

ভারত সফরে দিল্লিতে মাস্ক পরে ক্রিকেট খেলেছিল শ্রীলঙ্কা

দুইবছর আগে ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে মুখে মাস্ক পরে ক্রিকেট খেলেছিল শ্রীলঙ্কা। সেই ছবি ছড়িয়ে পড়তে দিল্লি দূষণ নিয়ে তুমুল সমালোচনা হয়।

দিল্লিতে শ্রীলঙ্কা দলের মাস্ক পরে খেলা নিয়ে কী বললেন রোহিত

দিল্লিতে শ্রীলঙ্কা দলের মাস্ক পরে খেলা নিয়ে কী বললেন রোহিত

এদিন দিল্লির দূষণ নিয়ে মন্তব্য করতে গিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচের উল্লেখ করে রোহিত বলেছেন, 'অতীতে দিল্লির দূষণে আমরা টেস্ট ম্যাচও খেলেছি। যা নিয়ে সেসময় আমাদের কোনও অভিযোগ ছিল না। এবারও বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দূষণ নিয়ে দলের কোনও অভিযোগ নেই।'

দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন পরিবেশবিদদের

দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন পরিবেশবিদদের

প্রসঙ্গত দিল্লির দূষণ ক্রিকেটারদের ক্ষতি করতে পারে, শুধু তাই নয়, প্রিয় দলের সমর্থনে ম্যাচ দেখতে আসা দর্শকরাও গ্যালারিতে মাস্ক ছাড়া আনন্দ করতে গিয়ে দূষণের প্রকোপে পরবেন বলে পরিবেশবিদরা সচেতন করেছেন।

সেই সঙ্গে বিসিসিআইয়ের প্রশাসক সৌরভকেও এই নিয়ে পরিবেশবিদরা চিঠি লেখেন। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ অবশ্য জানিয়ে দিয়েছেন রবিবার সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতেই হতে চলেছে।

English summary
India vs Bangladesh: Indian captain Rohit Sharma says Delhi air no problem for team 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X