For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম বাংলাদেশ: শামি-ইশান্তদের মুখে হাসি ফোটাতে পারে ইন্দোরের পিচ

থ্রিলার টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ শুরু ইন্দোরে।

  • |
Google Oneindia Bengali News

থ্রিলার টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ শুরু ইন্দোরে। সেখানে পিচ থেকে ভারতীয় পেসাররা বাড়তি সুবিধে পেতে পারেন।

ভারত বনাম বাংলাদেশ: শামি-ইশান্তদের মুখে হাসি ফোটাতে পারে ইন্দোরের পিচ

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবরই পেসারদের বাড়তি সুবিধে দেয়। ঘরের মাঠে সেক্ষেত্রে পিচের চরিত্র বুঝে সবচেয়ে বেশি সুবিধে করে নিতে পারেন মহম্মদ শামি-ইশান্ত-উমেশরা।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান পিচ কিউরেটর সামনদার সিং চৌহান জানিয়েছেন, 'শেষ কয়েক বছর ধরে এই উইকেটে লাল মাটি ব্যবহার করা হচ্ছে। লাল মাটি পেসারদের বলে বাউন্স তৈরি করতে পারে। ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার ক্ষেত্রে সুবিধে থাকে। ভারত-বাংলাদেশ ম্যাচে ভালো মানের স্পোর্টিং উইকেটই তৈরি করা হয়েছে। তবে পেসাররা বাড়তি সুবিধে পাবে।'

প্রসঙ্গত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটা দারুণ গিয়েছে ভারতের। টেস্ট সিরিজে ৩ ম্যাচেই প্রোটিয়াদের পর্যুদস্ত করে ৩-০ ম্যাচ জিতেছিল ভারত। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এই মুহূর্তে কোনও ম্যাচ না হেরে ৫ ম্যাচ থেকে ২৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি।

অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের পেস ব্রিগেড ২৬টি ও স্পিন ব্রিগেড ৩৪ টি উইকেট তুলে নিয়েছিল। ফলে ইন্দোর টেস্টেও ভারতীয় বোলারদের এই দাপট থাকবে বলে মনে করছে ক্রিকেটমহল।

English summary
India vs Bangladesh: indian pacers Shami- ishant can be pleased by Indore pitch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X